এইদিন ওয়েবডেস্ক,জামুড়িয়া(পশ্চিম বর্ধমান),০৬ আগস্ট : শুক্রবার কাজের দাবিতে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার ইকড়া শিল্পাঞ্চল তালুকের দামোদর স্পঞ্জ আয়রন কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখালেন বেশ কিছু স্থানীয় যুবক । এরপর পুলিশের হস্তক্ষেপে কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় ঘন্টা তিনেক পর বিক্ষোভ তুলে নেওয়া হয় ।
জানা গেছে,এদিন জামুড়িয়া থানার দামোদরপুর ও সেখপুর গ্রামের বেশ কিছু বেকার যুবক দামোদর স্পঞ্জ আয়রন কারখানার গেটের সামনে এসে জড়ো হন । তারপর তাঁরা কারখানায় কাজ দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন । বিক্ষোভকারীদের অভিযোগ,কারখানা কর্তৃপক্ষ স্থানীয়দের কাজে না করে বাইরের রাজ্যের লোকেদের এনে কাজে নিয়োগ করাচ্ছে । অথচ স্থানীয়রা কাজ চাইতে গেলে নানা রকম অজুহাত দেখিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । স্থানীয়দের কাজ না দিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা ।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামুড়িয়া থানার পুলিশ । শেষে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারী ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে এনিয়ে আলোচনা হয় । কারখানা কর্তৃপক্ষ আগামী অক্টোবর মাস থেকে স্থানীয়দের কাজে নিয়োগ করার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।।