শ্যামসুন্দর ঘোষ,মেমারি(পূর্ব বর্ধমান),২৬ সেপ্টেম্বর : দীর্ঘ এক দশকের অধিক সময় ধরে গ্রামে যাতায়াতের মূল রাস্তার কোনো সংস্কার হয়নি । ফলে রাস্তায় বড়বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে । পঞ্চায়েত,প্রশাসনের কাছে বারবার অনুনয় বিনয় করেও কোনো কাজ হয়নি । এদিকে কয়েকদিন ধরে দফায় দফায় ভারি বৃষ্টিপাতের কারনে রাস্তা দিয়ে চলাচল করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে । শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেল বর্ধমান-২ ব্লকের মেমারি থানার নবস্তা-১ পঞ্চায়েতের বেগুট গ্রামের বাসিন্দাদের । আজ বৃহস্পতিবার দুপুরে ক্ষিপ্ত জনতা প্রথমে পঞ্চায়েত অফিসে এসে জড়ো হয় । পঞ্চায়েত প্রধান সহ আধিকারিকদের অফিসের একটা ঘরের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । পাশাপাশি পঞ্চায়েত অফিসের সামনে বর্ধমান-কালনা সড়কপথ অবরোধ করা হয় । গ্রামবাসীদের অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে যায় । খবর পেয়ে অবরোধ স্থলে আসে মেমারি থানার পুলিশ । আসেন বর্ধমান- ব্লকের জয়েন্ট বিডিও, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ । শেষ পর্যন্ত তাদের কাছে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয় এবং পঞ্চায়েত প্রধান সহ আধিকারিকদের মুক্ত করা হয় ।
জানা গেছে,বেগুট গ্রামের যাতায়াতের মূল রাস্তাটি দীর্ঘ ১০-১২ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে । বেহাল অবস্থার কারনে পড়ুয়াদের স্কুলে যেতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে । বিশেষ করে গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে অতান্তরে পড়ে যান পরিবারের লোকজন । বেগুট গ্রামের বাসিন্দা প্রৌঢ় অজয় কান্ত রায় বলেন,’রাস্তা সংস্কারের আবেদন নিয়ে আমরা পঞ্চায়েত,বিডিও এবং এমনকি মহকুমা শাসকের কাছে একাধিকবার তদ্বির করেছিলাম । কিন্তু কাজের কাজ কিছু হয়নি । অথচ রাস্তা সংস্কার না করে গ্রামের শ্মশানের সংস্কারের কাজকে গুরুত্ব দিচ্ছে নবস্তা-১ পঞ্চায়েত ।’ তিনি উত্তেজিত হয়ে বলেন,’কেন আমাদের গ্রামের রাস্তা সংস্কার হবে না ? আমরা কি পঞ্চায়েতের নাগরিক নয়? কেন আমাদের সঙ্গে বৈমাত্রেয় সুলভ আচরন করা হবে ?’
জানা গেছে,রাস্তা সংস্কার না করা হলে বিগত লোকসভা ভোট বয়কটের ডাক দেন বেগুট গ্রামের বাসিন্দারা । যদিও প্রশাসন রাস্তা সংস্কারের আশ্বাস দিলে তারা ভোটে অংশগ্রহণ করেন । কিন্তু তারপর কয়েক মাস অতিবাহিত হয়ে গেলেও রাস্তা সংস্কারের বিষয়ে পঞ্চায়েত ও প্রশাসনের কোনো হেলদোল দেখতে না পেয়ে গ্রামবাসীরা ক্ষোভে ফুঁসছিলেন । এদিকে লাগাতার ভারী বৃষ্টিপাতে রাস্তার খানাখন্দে জলে ভর্তি হয়ে থাকায় কার্যত চলাচল বন্ধ হয়ে গেছে । তার মধ্যেই বুধবার স্কুলে যেতে গিয়ে এক পড়ুয়া দুর্ঘটনায় গুরুতর আহত হলে গ্রামবাসীদের ধৈর্যের বাঁধ ভাঙে । আজ ক্ষিপ্ত জনতা পঞ্চায়েত অফিসে এসে প্রধান ও পঞ্চায়েতের কর্মীদের একটা ঘরে ঢুকিয়ে তালা ঝুলিয়ে দেয় । তারপর পঞ্চায়েত অফিসের সামনে বর্ধমান-কালনা সড়কপথে কাঠের গুঁড়ি রেখে অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায় । পুলিশ অবরোধ তুলতে গেলে গ্রামবাসীরা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন । ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় ।।