এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ আগস্ট : ভারতে এমন অনেক রাজ্য আছে যেখানে হিন্দুরা সংখ্যালঘু । অথচ সংখ্যালঘু হিসাবে সরকারি সুযোগ সুবিধা থেকে তারা এতদিন বঞ্চিত হয়ে আসছে । তাই ভারতের এমন ৯ টি রাজ্যের হিন্দুদের ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুর মর্যাদার দাবিতে সুপ্রীম কোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন জনৈক হিন্দু নেতা দেবকিনন্দন ঠাকুর (Devkinandan Thakur) এবং বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় (Ashwini Upadhyay)। আবেদনকারীদের এই বিষয়ে আদালতের সামনে সুনির্দিষ্ট তথ্য পেশ করতে বলেছে সুপ্রীম কোর্ট । আদালত সাফ জানিয়ে দিয়েছে আবদনকারীরা যথাযথ নথি পেশ করলে তবেই এই বিষয়ে চিন্তাভাবনা করা হবে । তবে কম জনবহুল রাজ্যে হিন্দুদের সংখ্যালঘুর মর্যাদা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে আদালত । এই মামলার পরবর্তী শুনানি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হবে বলে জানা গেছে ।
দেবকিনন্দন ঠাকুর এবং অশ্বিনী উপাধ্যায় তাঁদের পিটিশনে জানিয়েছিলেন,ভারতের দুটি কেন্দ্র শাসিত অঞ্চল ও ৭ টি রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু । ওই রাজ্যগুলি হল লাদাখ, মিজোরাম, লাক্ষাদ্বীপ, কাশ্মীর, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ, পাঞ্জাব এবং মণিপুর । অথচ ওই সমস্ত রাজ্যে এযাবৎ হিন্দুদের সংখ্যালঘুর মর্যাদা দেওয়া হয়নি । তাঁদের দায়ের করা পরিসংখ্যান অনুযায়ী লাদাখে ১ শতাংশ, মিজোরাম ২.৭৫ শতাংশ, লাক্ষাদ্বীপ ২.৭৭ শতাংশ, কাশ্মীর ৪ শতাংশ। নাগাল্যান্ডে ৮.৭৪ শতাংশ, মেঘালয়ে ১১.৫২ শতাংশ, অরুণাচল প্রদেশে ২৯ শতাংশ, পাঞ্জাবে ৩৮.৪৯ শতাংশ এবং মণিপুরে ৪১.২৯ শতাংশ হিন্দু । তাই ওই সমস্ত রাজ্যগুলিতে হিন্দুদের সংখ্যালঘু ঘোষণার দাবি করেছেন তাঁরা । পাশাপাশি দেশে “কঠোর জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন” প্রণয়নে সরকারকে নির্দেশ দেওয়ার জন্য সুপ্রীম কোর্টে আর্জি জানিয়েছেন হিন্দু অধিকার নেতা(Hindu rights leader) দেবকিনন্দন ঠাকুর ।।