প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৫ মার্চ : ভোট আসে ভোট যায় । কিন্তু প্রতিশ্রুতি আর পূরণ হয় না । যেমনটা হয়নি পূর্ব বর্ধমানের পালসিট ও পাল্লারোড এলাকায় জাতীয় সড়কের উপর ফ্লাইওভার তৈরির দাবি । তাই রাজনৈতিক দলের নেতা নেত্রী ও প্রার্থীদের টনক নড়াতে এবার এক অভিনব পন্থা নিলেন পালসিট ও পাল্লারোড এলাকার বাসিন্দারা ।
গ্রামবাসীরা পোস্টকার্ডে তাঁদের এই দাবির বিষয়টি লিখে ভোটের ইস্তেহারে তুলে ধরার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সদর দপ্তরের পাঠিয়ে দিয়েছেন। দাবি আদায়ের লক্ষে ভোটের প্রাক্কালে গ্রামবাসীদের এমন অভিনব পন্থা নেওয়ার বিষয়টি সড়া ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে ।
দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পালসিট মোড় ও পাল্লারোড মোড় এলাকাটি অত্যন্ত দুর্ঘটনা-প্রবণ ।পালসিট ও পাল্লারোড এলাকার বাসিন্দারা ছাড়াও জাতীয় সড়কের এই দুটি মোড় পার হয়ে যাতায়াত করতে হয় কলানবগ্রাম,দাদপুর ,স্বস্তি পল্লী সহ আরও কয়েকটি এলাকার মানুষজনকে। দুর্ঘটনায় জীবনহানিও লেগে রয়েছে এই দুটি মোড়ে ।
অতি সম্প্রতি এই এলাকায় ঘটেযাওয়া ভয়াবহ দুর্ঘটনায় ৬ জনের প্রাণও গিয়েছে । তবুও ফ্ল্যাইওভার বা আণ্ডারপাস তৈরির ব্যাপারে না জাতীয সড়ক কর্তৃপক্ষ নেতা , নেত্রী , মন্ত্রী কিংবা সাংসদ কেউই হেলদোল দেখান নি বলে অভিযোগ।সেই কারণেই এবার এলাকার মানুষজন পোস্টকার্ডে তাঁদের দাবির বিষয়টি লিখে বিভিন্ন রাজনৈতিক দলের সদর দপ্তরে পাঠিয়েছে দলীয় ইস্তেহারে তুলে ধরার জন্য ।
পাল্লারোড এলাকার বাসিন্দা সন্দীপন সরকার জানিয়েছেন,হামেশাই পালসিট ও পাল্লারোঠ মোড়ে দুর্ঘটনা ঘটছে।দুর্ঘটনায় মৃত্যুও হচ্ছে পথচারীদের । বহু বছর ধরে এই দুটি মোড়ে ফ্লাইওভার নয়তো আন্ডারপাস তৈরির দাবি জানিয়ে আসছেন বাসিন্দারা। ভোট আসলেই রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এই বিষয়ে শুধু প্রতিশ্রুতিই দিয়ে যান ।কিন্তু ভোট মিটেগেলে তারা প্রতিশ্রুতির কথাই ভুলে যান । তাই পোষ্টকার্ডে দাবির বিষয়টি লিখে গণ চিঠি বিভিন্ন পার্টির সদর দফতরে পাঠানো হল নেতা নেত্রীদের টনক নড়াতে। চিঠি পাওয়ার পর রাজনৈতিক দলের নেতা ও নেত্রীরা কতটা সাড়া দেন সেটাই এখন দেখার বিষয় বলে এলাকার মানুষজন মন্তব্য করেছেন ।
এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া বলেন,“দুর্ঘটনা প্রবণ এলাকায় ফ্লাইওভার বা আন্ডারপাস তৈরির
ব্যাপারে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে । কিন্তু হাইওয়ে কর্তৃপক্ষ এবিষয়ে কোন উদ্যোগ নেয় নি“।মেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুসূদন ভট্টাচার্য বলেন, “এই দাবি দীর্ঘদিনের।কিন্তু হাইওয়ে কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে উদাসীন । তাই দুর্ঘটনা ঘটেই চলেছে “।