এইদিন ওয়েবডেস্ক,গোরক্ষপুর,২২ মার্চ : বিধানসভা ভোটের সময় প্রচারে যাওয়ার পথে হেলিকপ্টার থেকে বুলডোজার দেখিয়েছিলেন যোগী আদিত্যনাথ । পরে তিনি গোরক্ষনাথ মন্দিরে পূজো দিতে এলে বুলডোজারের র্যালি করা হয় । আর তারপর থেকেই ‘বুলডোজার বাবা’ হিসাবে পরিচিত হয়ে উঠেছেন যোগী । যোগী ফের ক্ষমতায় আসার পর ব্যবসায়ীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে রুপোর বুলডোজার উপহার দেওয়া হয় ।
এদিকে হঠাৎ করে বুলডোজারের চাহিদা বেড়ে গেছে রাজ্যে । শুধু তাইই নয়,খেলনা বুলডোজারের চাহিদাও এক ধাপে অনেকই বেড়ে গেছে । মিউনিসিপ্যাল কর্পোরেশন,পঞ্চায়েত এবং নির্মাণ সংস্থাগুলিতে বুলডোজার কেনার হিড়িক পড়ে গেছে । গোরক্ষপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে ডেপুটি কমিশনার সঞ্জয় শুক্লা জানিয়েছেন,পুরসভার পক্ষ থেকে এক একটি ২৫ লক্ষ্য টাকা মূল্যের ৫ টি বুলডোজারের অর্ডার দেওয়া হয়েছে । ক্রমবর্ধমান চাহিদার ফলস্বরূপ বুলডোজারের দাম এক বছরে ছয় লাখ টাকা পর্যন্ত বেড়ে গেছে ।
এদিকে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় বুলডোজারের যোগান দিতে গিয়ে হিমসিম খাচ্ছেন ব্যবসায়ীরা । গোরক্ষপুরের দেওরিয়া বাইপাসের বুলডোজারের কারবারি প্রবীণ সিং বলেন, ‘করোনা মহামারীর সময় বিধিনিষেধের কারণে নির্মাণ থেকে খনির কাজে বুলডোজারের সেভাবে চাহিদা ছিল না । কিন্তু যোগী ফের ক্ষমতায় আসতেই ফের চাহিদা বেড়েছে । প্রচুর অর্ডার পেয়েছি । এপ্রিলে ভালো সংখ্যক বুলডোজার ডেলিভারি দিতে হবে । অবশ্য আগের তুলনায় বুলডোজারের দামও ৪ থেকে ৬ লাখ টাকা করে বেড়েছে ।’ তিনি জানিয়েছেন, করোনাকালে এক বছরে দু’শটি বুলডোজার বিক্রি হয়েছিল । এবার তা তিনশ ছাড়িয়ে যাবে বলে আশা করছেন ।
খেলনার দোকানদার মনীশ পাটওয়া জানিয়েছেন, শিশুরা এখন ক্রেন বা বুলডোজার জাতীয় খেলনা বেশি পছন্দ করছে । হোলিতে বুলডোজারের আকারের পিচকারির প্রচুর চাহিদা ছিল ।রাপ্তিনগরের ফুল ব্যবসায়ী সমীর রায় জানিয়েছেন, বিয়ে বা অনান্য অনুষ্ঠানে ফুলের তৈরি বুলডোজারের প্রতীকের প্রচুর চাহিদা রয়েছে । ১৫০ থেকে ৭০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে ফুলের বুলডোজার ।
বিধানসভায় বিপুল মার্জিনে জয়ের পর এবার পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে বুলডোজারকে হাতিয়ার করছে বিজেপি । এখন আগামী নির্বাচনগুলিতে ‘বুলডোজার বাবা’ জয়ের ধারা অব্যাহত রাখতে পারেন কিনা সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল ।।