এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ নভেম্বর : রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে কালীপূজোর সময় পুলিশকে দিয়ে খাবার বিতরণের অভিযোগ তুলেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সম্প্রতি তিনি জানিয়েছিলেন যে কলকাতা পুলিশের দ্বারা খাবার বিতরণের ভিডিও ফুটেজ শীঘ্রই প্রকাশ্যে নিয়ে আসবেন । আজ বুধবার সেই ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী । ভিডিওতে একদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর ব্যবসায়ীকে খুনের ঘটনার বিষয়ে বৈদ্যুতিক চ্যানেলের প্রতিবেদনের ভিডিও ক্লিপ জুড়ে দেওয়া হয়েছে । পাশাপাশি দেখানো হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে খাবার বিতরণের দৃশ্য ৷
ভিডিওটির পাশাপাশি শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘নিত্যদিন গুলি এবং বোমাবাজিতে মৃত্যুর ঘটনা পশ্চিমবঙ্গে এখন অতি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি খুন ও শুটআউটের ঘটনা থেকেই এই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সম্বন্ধে ধারণা করা যায়। এ এক বড় উদ্বেগের বিষয়। খুন, নারী নির্যাতন, রাজনৈতিক হত্যা, ধর্ষণ করে হত্যা; এমনকি নাবালিকাও ছাড় পায় না, এমন ঘটনা রাজ্যে নিত্য-নৈমিত্তিক ঘটছে। গোটা রাজ্যই যেন দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে এবং তারা যত্রতত্র যথেচ্ছা যেন ‘ফাঁকা মাঠে গোল’ দিচ্ছে। এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে বড় কারন হল, দুষ্কৃতী দমন যাঁদের দায়িত্বের মধ্যে পড়ে তাঁরা এখন উর্দি ছেড়ে পুলিশ মন্ত্রীর বাড়ির ভৃত্যের কাজ করতে ব্যস্ত।
মানসিকতা দেখুন, জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশকর্মীরা পুলিশ মন্ত্রীর বাড়ির কালী পুজোয় খাবারের প্যাকেট তৈরি ও বিতরণ করছে !’