এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৩ অক্টোবর : ‘নিউজক্লিক’ কাণ্ডে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি,ইতিহাসবিদ সোহেল হাশমি, অ্যাক্টিভিস্ট তিস্তা সেটালভাদের,সাংবাদিক অভিসার শর্মা, গৌতম নভলাখাসহ ৩৫ জনের বাড়িতে মঙ্গলবার সকাল থেকে তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশের এক বিশেষ শাখা । নিউজক্লিকের সাথে সম্পর্ক যুক্ত সহ বেশ কয়েকজন “সাংবাদিক”কে আটক করা হয়েছে বলে খবর । এদিন দিল্লিতে সিপিএম নেতার সীতারাম ইয়েচুরির ৩৬ নম্বর পণ্ডিত রবিশঙ্কর শুক্ল লেনের বাড়ি,তিস্তা সেটালভাদের মুম্বাইয়ের বাড়িতেও অভিযান চালানো হয় । নিউজক্লিকের কয়েকজন সাংবাদিকের ল্যাপটপ ও মোবাইল ফোনের ডাটা উদ্ধার করেছে পুলিশ । সাংবাদিক অভিসার শর্মা ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন,’দিল্লি পুলিশ আমার বাড়িতে নেমেছে। আমার ল্যাপটপ এবং ফোন কেড়ে নিয়েছে ।’
সম্প্রতি নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয় যে কমিউনিস্ট শাসিত চীনের প্রচার এবং ভারতের বিরোধিতার জন্য এক মার্কিন মিলিয়নেয়ারের আর্থিক মদতে প্রচার চালাচ্ছে নিউজক্লিক নিউজ পোর্টাল । যা নিয়ে দেশ জুড়ে তোলপাড় পড়ে যায় । দিল্লি পুলিশের স্পেশাল সেল গত ১৭ অগাস্ট ১৫৩(এ), ১২০(বি) ধারায় বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা রজু করে । এদিন এক যোগে অভিযানে নামে দিল্লি পুলিশ ।
সেটালভাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তিনি ২০০২ সালের গুজরাট দাঙ্গার শিকারদের জন্য সংগ্রহ করা তহবিল ব্যক্তিগতভাবে ব্যবহার করেছেন । গুজরাট সরকার এবং গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে গিয়ে সাক্ষীদের কি বলতে হবে তানিয়ে রীতিমতো প্রশিক্ষণ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সেটালভাদের বিরুদ্ধে তৎকালীন মোদীর নেতৃত্বাধীন গুজরাট সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য কংগ্রেস নেতা প্রয়াত আহমেদ প্যাটেলের কাছ থেকে ৩০ লাখ রুপি নেওয়ার অভিযোগও ছিল।
গত আগস্টে পুলিশের রিপোর্টে বলা হয়েছিল, তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দেখতে পেয়েছে যে চীন থেকে নিউজক্লিককে পাঠানো অর্থ এনজিও, কর্মী এবং সাংবাদিকদের অর্থায়নে ব্যবহৃত হয়েছিল। অভিসার শর্মা, গৌতম নভলাখা এবং আরও অনেক সহ তিস্তা সেটালভাদের স্বামী, ছেলে এবং মেয়ে সুবিধাভোগীদের মধ্যে ছিলেন । রিপোর্ট অনুযায়ী, তিস্তা সেটালভাদের স্বামী জাভেদ আনন্দ ১২,৬১ লক্ষ টাকা পেয়েছেন। তিস্তা সেটালভাদের মেয়ে তামারা পেয়েছেন ১০.৯৩ লাখ টাকা । তিস্তা সেটালভাদের ছেলে জিবরানও বেশ কিছু অর্থ পেয়েছিলেন । তবে রিপোর্টে তার পরিমাণ উল্লেখ করা হয়নি ।
জানা গেছে,২০২১ সালে অভিযানের সময় ইডি দেখতে পেয়েছিল যে নিউজক্লিক স্টুডিও প্রাইভেট লিমিটেড তিন বছরে ৩০ কোটি টাকা পেয়েছে। প্রাপ্ত তহবিলের সাথে কোম্পানির মূল ব্যবসায়িক কার্যক্রমের কোনো সংযোগ ছিল না। তহবিলগুলি সাংবাদিক/কর্মীদের বেতন বা পরামর্শ দাতাদের নামে বিতরণ করা হয়েছিল বলে অভিযোগ । সুবিধাভোগীদের মধ্যে তিস্তা সেটালভাডের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও রয়েছেন। অন্যান্য সুবিধাভোগীদের মধ্যে রয়েছেন গৌতম নভলাখা পরঞ্জয় গুহ ঠাকুরতা।
তিস্তা সেটালভাদকে ২০২২ সালের জুন মাসে গুজরাট এটিএস দ্বারা জালিয়াতি, সাক্ষীদের প্রভাবিত করার এবং ২০০২ সালে গুজরাট দাঙ্গার তদন্তের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল ।প্রসঙ্গত, গোধরা ট্রেন পোড়ানোর ঘটনায় ৫৯ জন হিন্দুকে জীবন্ত পুড়িয়ে মারা হয় । গোধরার মুসলিম জনতা অযোধ্যা থেকে আসা সবরমতী এক্সপ্রেসের যে বগিতে আরএসএসের স্বয়ংসেবকরা ছিলেন,সেই বগিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ।।