এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৬ নভেম্বর : নাবালিকা স্ত্রীর সাথে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণের তালিকাভুক্ত করার আবেদন জানালো দিল্লি পুলিশ । এই বিষয়ে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দিল্লি পুলিশ একটি চিঠি পাঠিয়েছে ৷ চিঠিতে আইপিসির ৩৭৫ ধারার ব্যতিক্রম ২ (অর্থাৎ স্ত্রীর বয়স যদি ১৫ থেকে ১৮ বছর হলে তা ধর্ষণ নয়) বাতিল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সুপারিশ করা হয়েছে । পুলিশের মতে,যদি এই ধারা বাতিল করা হয়, তাহলে নতুন অপরাধের জন্ম দেবে না । পিটিশনে বলা হয়েছে যে আইপিসির ধারা ৩৭৫(২) বাতিল করা উচিত কারণ এটি ভারতের সংবিধানের ১৪ এবং ২১ ধারা লঙ্ঘন করে । স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো চিঠির জবাবে দিল্লি পুলিশের আইন বিভাগের তরফে এই চিঠি পাঠানো হয়েছে। দিল্লি হাইকোর্টে দায়ের করা একটি পিটিশনের ভিত্তিতে এই বিষয়ে দিল্লি সরকারেরও মতামত চাওয়া হয়েছিল ।
উল্লেখ্য,উক্ত বয়সের বিবাহিত মেয়েদের সাথে তাদের স্বামী অসম্মতিমূলক যৌন সম্পর্ক করতে পারে এবং আইপিসির অধীনে তাকে শাস্তি দেওয়ার কোনো বিধান নেই । এখন যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দিল্লি পুলিশের সুপারিশ মেনে ৩৭৫ ধারার ব্যতিক্রমকে সংশোধন করে তারপর ১৫ থেকে ১৮ বছর বয়সী স্ত্রীর সাথে স্বামী যদি অ-সম্মতিক্রমে যৌন মিলন করে তাহলে আইপিসির অধীনে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গন্য হবে । এতে স্বামীর বিরুদ্ধে পকসো আইনে এফআইআর হবে ।।