এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৭ আগস্ট : দীর্ঘদিন ধরেই কমেডিয়ান মুনোয়াল ফারুকির (Munawar Faruqui) বিরুদ্ধে কমেডির নামে হিন্দু দেবদেবীর প্রতি অবমাননার অভিযোগ উঠছে । এজন্য গত সপ্তাহে বেঙ্গালুরুতে তার শো বাতিল করা হয়েছিল । তবে হাজার আপত্তি সত্ত্বেও তার পরের দিনই হায়দরাবাদে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে শো করেছিল ওই কমেডিয়ান । আগামীকাল দিল্লির কেদারনাথ শানি অডিটরিয়ামে বেলা ২টো থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত ফারুকির শোয়ের আয়োজন করেছিল একটি বেসরকারি সংস্থা ।
আর এর পরেই ওই কমেডিয়ানের শোয়ের প্রতিবাদে সরব হয় বিশ্ব হিন্দু পরিসদের দিল্লি শাখা ।সংগঠনের তরফ থেকে পুলিশ সুপারকে চিঠি লিখে এই শো বন্ধের আবেদন জানিয়ে বলা হয়, ‘দিল্লির সিবিক সেন্টারে কেদারনাথ স্টেডিয়ামে রবিবার মুনোয়াল ফারুকি নামে এক শিল্পির শোয়ের আয়োজন করা হয়েছে । এই ব্যক্তি তার শোতে হিন্দু দেবদেবীদের নিয়ে মজা করে যার কারণে সম্প্রতি ভাগ্য নগরে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল । তাই আমরা আপনাকে অবিলম্বে এই শোটি বাতিল করার জন্য অনুরোধ করছি, অন্যথায় বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করবে এবং প্রতিবাদ করবে । তাই অবিলম্বে ওই শো বন্ধ করার জন্য অনুরোধ করছি ।’
জানা গেছে, প্রথমে দিকে এই শো করার অনুমতি দিয়ে দিয়েছিল দিল্লি পুলিশ । কিন্তু পরে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় শো বাতিল করে দেওয়া হয় । এদিকে ফারুকির শো বাতিল হওয়ায় নূপুর শর্মার বিরুদ্ধে সোচ্চার হওয়া তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) তীব্র সমালোচনা করেছেন । তিনি টুইটারে লিখেছেন, ‘ভিএইচপির ধমকে মুনাওয়ারের শো বাতিল করেছে মেরুদন্ডহীন দিল্লী পুলিশ । গান্ধীজি বলেছিলেন ‘আমি চাই না যে আমার বাড়িটি চারদিক দিয়ে দেয়াল দিয়ে ঘেরা হোক এবং আমার জানালায় বন্ধ থাকুক ।’ ইন্ডিয়া ৭৫-এর সাম্প্রদায়িক সম্প্রীতি কি আজ এতটাই ভঙ্গুর যে কমেডি শো দ্বারা ব্যাহত হচ্ছে ?’