এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৭ ডিসেম্বর : বিজেপির ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে একক গরিষ্ঠতা নিয়ে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) দখল করল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি । বুধবার এমসিডি নির্বাচনের ফলাফল ঘোষণা হয় । ২৫০ টি ওয়ার্ডের মধ্যে ১৩৪ টি ওয়ার্ডে বিজয়ী হয়েছে আপ প্রার্থীরা । অন্যদিকে বিজেপি ১০৪ টি ওয়ার্ড এবং জাতীয় কংগ্রেস মাত্র ৯ টি ওয়ার্ডে জিততে সক্ষম হয়েছে । এছাড়া উত্তর-পূর্ব দিল্লির সিলামপুর থেকে শাকিলা বেগম সহ তিন নির্দল প্রার্থী জয়ী হয়েছেন । বোর্ড গঠনের জন্য ১২৬ টি আসনের প্রয়োজন । তা থেকে ৮ টি আসন বেশি পেয়েছে আম আদমি পার্টি ।
ফলাফল ঘোষণার পর অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিক সম্মেলনে বলেন,’আমরা অনেক রাজনীতি করেছি । এবার দিল্লিকে ঠিক করতে হবে । সেই কারনে সবাই মিলে কাজ করতে হবে । তার জন্য বিজেপি ও কংগ্রেস উভয়ের সাহায্যের দরকার আমাদের । বিশেষ করে কেন্দ্র এবং প্রধানমন্ত্রী মোদীর সাহায্য এবং আশীর্বাদ দরকার ।’ তিনি দিল্লির জনগনের উদ্দেশ্যে বলেন,’যারা আমাদের ভোট দিয়েছেন তাঁদের অসংখ্য ধন্যবাদ । যারা আমাদের ভোট দেননি তাঁদের বলতে চাই, আগে আপনাদের কাজ করা হবে ।’।