এইদিন ওয়েবডেস্ক,দেগঙ্গা(উত্তর ২৪ পরগণা),১৬ অক্টোবর : আজ বুধবার সকালে উত্তর ২৪ পরগণা জেলার দেগঙ্গা থানা এলাকার জনৈক এক গৃহস্থের বাড়িতে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে । সঙ্গে থাকা দুই শিশুসন্তান ক্ষুধার্ত বলে দাবি করে এক গৃহস্থের বাড়ির বধূর কাছে কিছু খাবার চায় দুই ভবঘুরে মহিলা । বধূ খাবার আনতে রান্নাঘরে গেলে সেই সুযোগে দুই মহিলা মিলে ঘরে ঢুকে আলমারি খুলে যাবতীয় সোনার গহনা নিয়ে চম্পট দেয় ৷ যদিও বিষয়টি শোরগোল শুরু হলে গ্রামবাসীরা দুই অভিযুক্ত মহিলাকে ধরে ফেলে । তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া গহনা । পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় । ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার চৌরাশি গ্রাম পঞ্চায়েতের চিংড়িয়া গ্রামের দক্ষিণপাড়ায় ।
জানা গেছে,চিংড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা জনৈক সিদ্দিক আলির বাড়িতে ঘটনাটি ঘটেছে । সকালে পরিবারের পুরুষরা যে যার কাজে বেড়িয়ে যান । বাড়িতে ছিলেন সিদ্দিকের স্ত্রী সাহানুর বিবি এবং তাদের পুত্রবধূ ।
সাহানুর বিবি বলেন,’আমি তখন একটা ঘরে শুয়ে ছিলাম । বউমা রান্না ঘরে রান্নাবান্না করছিল । সেই সময় মাস ছয়েক ও বছর পাঁচেকের এক শিশুকে সঙ্গে নিয়ে বাড়িতে আসে দুই ভবঘুরে মহিলা । তারা শিশুদের জন্য বউমার কাছে ভাত খেতে চায় । বউমা জানায় এখনো ভাত হয়নি, ভাত হলে তাদের খেতে দেবে । এই বলে বউমা ফের রান্নাঘরে চলে যায় । সেই সুযোগে দুই মহিলা ঘরে ঢুকে আলমারি খুলে সোনা ও রূপোর দুটো নেকলেস,হাতের বালা ও আঙটি নিয়ে পালিয়ে যায় ।’
জানা গেছে, সাহানুর বিবির পুত্রবধূ কিছুক্ষণ পরে শিশুটির জন্য খাবার নিয়ে এলে দেখেন তারা চলে গেছে । এরপর শোবার ঘরের দিকে তার নজর পড়তেই দেখেন আলমারি খোলা এবং যাবতীয় গহনা ও আলমারিতে রাখা অল্পবিস্তর টাকাপয়সা কিছুই নেই । তিনি বিষয়টি তার শাশুড়িকে জানানা । তখন দু’জন মিলে চিৎকার করে লোকজন ডাকাডাকি করে । প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এলে ঘটনার কথা জানান তারা । এরপর শুরু হয় ভবঘুরেদের সন্ধান । শেষ পর্যন্ত চৌরাশি হাটখোলা এলাকা থেকে তাদের ধরে গ্রামে নিয়ে আসা হয় । মহিলাদের সঙ্গে থাকা থলিতে তল্লাশি চালাতেই চুরি যাওয়া গহনাও মেলে । পরে অভিযুক্ত দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় । পরিবারের দাবি যে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের গহনা চুরি করেছিল ওই দুই ভবঘুরে মহিলা । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।।