এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৯ মার্চ : আদিত্য সুহাস জমভালে পরিচালিত বলিউড ছবি ‘আর্টিকেল ৩৭০’-এর বিষয়বস্ত মূলত কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ অপসারণ এবং ইসলামি সন্ত্রাসবাদের অবসানকে কেন্দ্র করে ৷ যামী গৌতম ও প্রিয়ামণি অভিনীত এই ছবিটি ২৩ ফেব্রুয়ারী মুক্তি পাবার পর বিজেপি বিরোধী রাজনৈতিক দল ও ব্যক্তিরা ছবিটিকে অপপ্রচার মূলক তকমা দিয়েছিল । সেই অভিযোগ খন্ডন করেছেন খোদ দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । তিনি বলেছেন,’এই ছবিটি সত্যের উপর ভিত্তি করে এবং বেশ আকর্ষণীয় এবং ছবিটি সকলের দেখা উচিত। এটাকে অপপ্রচার হিসেবে বিবেচনা করা উচিত নয়। এটা সত্য যে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরানো হয়েছে ।’
ছবিটির বাজেট ছিল মাত্র কুড়ি কোটি টাকা । কিন্তু ছবিটি আয় করেছে ৬০ কোটি টাকার অধিক । সে হিসেবে বলিউডের এই ছবিটি সফল বলা যেতে পারে ৷ ছবিতে এনআইএ এজেন্ট জুনি হাকসারের ভূমিকায় অভিনয় করেছেন ইয়ামি গৌতম। কাশ্মীরে সন্ত্রাস ও দুর্নীতির অবসান ঘটাতে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো হয়।
উল্লেখ্য,কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আসার পর ২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে নেয় । লাদাখ ও জম্মু-কাশ্মীরের বাকি অংশকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেয়া হয় । কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে জম্মু-কাশ্মীরে নাটকীয়ভাবে সন্ত্রাসবাদ কমতে থাকে ৷ বন্ধ হয়ে যায় সেনাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা । তারপর থেকে যাবত ওই দুই কেন্দ্রশাসিত অঞ্চলকে ঢেলে সাজানো হয়েছে । তারই পটভূমিতে তৈরি করা হয়েছে ‘আর্টিকেল ৩৭০’ হিন্দি ছবিটি । সন্ত্রাসবাদ থেকে জাতীয়তাবাদের উত্তরণ মূলত এই ছবির বিষয়বস্তু । শুক্রবার ছত্তিশগড়ের বিজেপি সরকার বলিউড ফিল্ম “অনুচ্ছেদ ৩৭০” কে রাজ্যে করমুক্ত ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এই ঘোষণা করেন ।।