এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,০৬ ফেব্রুয়ারী : সাম্প্রতিক সময়ে জঙ্গলের ভীরু স্বভাবের প্রাণীদের লোকালয়ের মধ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে । সাম্প্রতিক সময়ে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ও ভাতারে দেখা গিয়েছিল জোড়া ময়ূর । পার্শ্ববর্তী দুই ব্লকে তারা নির্বিঘ্নে ঘোরাঘুরি করে । যদিও পরে শিয়ালের হামলায় একটা ময়ূর জখম হয় বলে শোনা যাচ্ছে । এবারে লোকালয়ের মধ্যে একটা পূর্ণবয়স্ক হরিণকে ঘোরাঘুরি করতে দেখা গেল এরাজ্যের একটা গ্রামে । দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমার মাঠের মধ্যে চড়ে বেড়ানো গরু ছাগলের সঙ্গে নির্ভয়ে ঘুরতে দেখা গেল ওই হরিণটিকে । গ্রামবাসীরা ছবি এবং ভিডিও তুললো তার । মাঝেমধ্যে একবার ভিডিও করা ব্যক্তিদের আড়চোখে দেখে নিলেও হরিণটি তেমন ভ্রুক্ষেপ করেনি । বণ্য প্রাণী হরিণ সাধারণত মানুষের সংস্রব এড়িয়ে চলে। একারণে জঙ্গলের পার্শ্ববর্তী গ্রামে সাধারণত তারা ঢোকে না । সেই কারনে এই ঘটনায় হতচকিত হয়ে গেছে গ্রামবাসীরা ।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক ১৫ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। তার মধ্যে পাথরপ্রতিবার জি প্লট গ্রামটি পঞ্চায়েত বঙ্গবসাগরের কুলবতী বিস্তীর্ণ এলাকা নিয়ে গঠিত । তার মধ্যে জি প্লট গ্রাম পঞ্চায়েতের তটের বাজার সংলগ্ন সতীশ জানার ঘাট এলাকায় প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে একটি হরিণ । কখনো গৃহপালিত পশুর সঙ্গে মাঠে, কখনোই এলাকার বাড়িতে ঢুকে খাচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি । মাঝেমধ্যে এলাকার মানুষের নাগালের মধ্যেও চলে আসছে । এ দৃশ্য দীর্ঘ প্রায় পাঁচ বছর আগে থেকে চলছে বলে এলাকার মানুষের দাবি । দেখুন ভিডিও 👇
বিভিন্ন কলেজ ছাত্রীদের দাবি প্রায় চার-পাঁচ বছর আগে হঠাৎ করে একটি হরিণ শাবককে দেখতে পাওয়া যায় নদীর চরে ম্যানগ্রোভ জঙ্গলে । ধীরে ধীরে হরিণ শাবকটি বড় হতে থাকে । তবে মাঝেমধ্যে এই এলাকার প্রশাসন এবং বনদপ্তরের লোকজন এলাকার মানুষকে সতর্ক করে দিয়ে যায় হরিণ শাবককে যেন কোনরূপ ক্ষতি করা না হয়। তারপর থেকেই এলাকার মানুষের কাছাকাছি থেকে তাদের আদর যত্নে বড় হয়ে উঠেছে এই হরিণ । আর সেই হরিণ নিয়ে এলাকার মানুষের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ ।।