এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৮ ফেব্রুয়ারী : একটি দলছুট হরিণ শাবক উদ্ধার করল বনদপ্তরের বাঁকুড়া জেলার জয়পুর রেঞ্জের কর্মীরা। মঙ্গলবার সকালে কোদালবাঁধি গ্রাম থেকে হরিন শাবকটিকে উদ্ধার করা হয় । স্থানীয় সুত্রে জানা গেছে,সোমবার রাতে জয়পুর জঙ্গল থেকে একটি হরিনের দল খাবারের সন্ধানে কোদালবাঁধি গ্রামে ঢুকে পড়ে । পরে দলটি চলে গেলেও দলছুট হয়ে পড়ে মাস তিনেকের ওই হরিন শাবকটি । এদিকে সকালে শাবকটি গ্রামের অলিতে গলিতে ঘোরাঘুরি করছিল । গ্রামবাসীরা দেখতে পেয়ে জয়পুর রেঞ্জ অফিসে খবর দেয় । এরপর বনদফতরের লোকজন এসে হরিন শাবকটিকে উদ্ধার করে নিয়ে যায় । বর্তমানে জয়পুর রেঞ্জের হেফাজতেই রয়েছে শাবকটি । তার স্বাস্থ্য পরীক্ষা করে ফের দলে ফিরিয়ে দেওয়া হবে বলে বনদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ।।