এইদিন ওয়েবডেস্ক,খুলনা,৩০ আগস্ট : বাংলাদেশের লাভ জিহাদ মহামারির রাখার ধারণ করেছে । হিন্দু মেয়েরা ধর্মান্তরিত হয়ে মুসলিম প্রেমিকদের নিকাহ তো করছে, কিন্তু তাদের অনেকের করুণ পরিনতির মুখোমুখি হতে হচ্ছে । মাস খানেক প্রেমিকের সঙ্গে চুটিয়ে সংসার করার পর তাদের শেষ পরিনতি হচ্ছে হয় একটা দুটো সন্তান নিয়ে বাপের বাড়ি অথবা খোলা আকাশের নিচে ৷ অবশ্য বাংলাদেশের খুলনা শহরের দ্বীপানিতা সাহা পূজাকে দুই সন্তান নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়াতে হয়নি । কারন তার বাবা দিলীপ কুমার সাহা এলাকার একজন ধনী ব্যক্তি । ধর্মান্তরিত হয়ে মুসলিম প্রেমিক নাসিম সরফরাজকে নিকাহ করার আগে পূজা তার বাবা ও মা চম্পা সাহার অকৃত্রিম স্নেহকে ব্লাকমেল করে তাদের রাজি করাতে সক্ষম হয়েছিল ৷ সে বাবা-মাকে বুঝিয়েছিল যে নাসিম সরফরাজ গরীব হলেও শিক্ষিত ও উদার । তাকে নাকি কখনো ঠকাবে না । কিন্তু পূজার গর্ভে দুই সন্তানের জন্ম দেওয়ার পর নিজ সম্প্রদায়ের এক তরুনীকে নিকাহ করে কর্মক্ষেত্র সাইপ্রাসে হনিমুন উপভোগ করছে নাসিম । প্রথম পক্ষের হিন্দু স্ত্রী ও দুই নাবালক সন্তানকে ছেড়ে দিয়েছে আল্লাহর ভরসায় ।
জানা গেছে,খুলনার গভর্মেন্ট পাওনিয়ার গার্লস কলেজে পড়াশোনা করতেন দ্বীপানিতা সাহা পূজা। পূজা একটি ধনী হিন্দু পরিবারের মেয়ে। কলেজে পড়ার সময় তার পরিচয় হয় নাসিম সরফরাজের সঙ্গে । নাসিম হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা । পরবর্তীতে পূজার মগজধোলাই এবং শারীরিক সম্পর্ক গড়ে তাকে ধর্মান্তরিত হতে রাজি করিয়ে ফেলে নাসিম । ২০১১ সালের ২২ ফেব্রুয়ারী ধর্মান্তরিত হওয়ার পর ইসলামি রীতিতে প্রেমিককে নিকাহ করে পূজা । কিন্তু সে সোশ্যাল মিডিয়ায় নিজের ইসলামি নাম ব্যবহার করত না । এমনকি নিজেকে হিন্দু বলেই পরিচয় দিত।
জানা গেছে,একমাত্র সন্তান হওয়ায় পূজাকে খুব স্নেহ করতেন তার বাবা দিলীপ কুমার সাহা ও মা চম্পা সাহা । আর এই সুযোগটাই কাজে লাগিয়েছিল তাদের মেয়ে পূজা । বাবা-মাকে ইমোশনাল ব্লাকমেলিং করে সে নাসিম সরফরাজকে জামাতা হিসাবে স্বীকার করতে বাধ্য করে । প্রথমে মেনে না নিলেও মেয়ের চাপে নাসিমকে মেনে নেন দিলীপবাবু ও তার স্ত্রী । শুধু তাইই নয়,পূজা তার স্বামী নাসিমকে সাইপ্রাসের লিমাসোলের একটা হোটেলে চাকরি করতে যাওয়ার জন্য ধনী বাবাকে কয়েক লাখ টাকা দিতে বাধ্য করে ।
জানা গেছে, সাইপ্রাসে যাওয়ার আগে স্বামীর আবদার মেনে বাড়িতে গোমাংস রান্না করত এবং নিজেও খেতো পূজা । এমনকি তাকে নিয়মিত নামাজ পাঠ ও বোরখা পরা অভ্যস্ত করে তুলেছিল সে । কিন্তু পূজার স্বামী নাসিম সাইপ্রাসে যাওয়ার পর স্ত্রী পূজার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় । পূজাকে ডিভোর্স দিয়ে অন্য এক নারী কে বিয়ে করে সাইপ্রাস নিয়ে যায় । এদিকে এক নাবালক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাস্তায় এসে দাঁড়ায় পূজা ৷ তবে চতুর পূজা তার দুই শিশুসন্তানের কথা বলে ফের তার বাবা-মাকে ব্লাকমেল করতে শুরু করে৷ অবশেষে প্রেমিকের দেওয়া দুই সন্তানকে নিয়ে একদিন সে বাপের বাড়ি ঢুকে পড়ে ।
জানা গেছে,পূজা বর্তমানে বিভিন্ন রোগে আক্রান্ত । সন্দেহ যে স্বামীর কাছ থেকে পাওয়া দুরারোগ্য যৌনব্যাধিতেও আক্রান্ত ওই মহিলা ৷ তার চিকিৎসা এবং ছেলে মেয়ের ভরনপোষণ সব তার বৃদ্ধ বাবাকে এখন বহন করতে হচ্ছে ।
বলা হচ্ছে যে প্রাক্তন স্ত্রীর অকৃত্রিম প্রেমকে কাজে লাগিয়ে ছেলেমেয়ের সঙ্গে যোগাযোগ রেখে দিয়েছে নাসিম । তাদের কট্টর ইসলামি করে তুলতে এখন থেকেই সে ছেলেমেয়ের মগজ ধোলাই শুরু করে দিয়েছে বলে অভিযোগ । এদিকে এই লাভ জিহাদের ঘটনায় নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে । হিন্দু সম্প্রদায়ের মানুষ মূলত দিলীপ কুমার সাহা ও তার স্ত্রী চম্পা সাহাকে দুষছেন । তাদের দাবি যে শত নিষেধ সত্ত্বেও তাদের মেয়ে যখন কথা শোনেনি তখন তাকে ও তার সন্তানদের ভগবান ভরসাতেই ছেড়ে দেওয়া উচিত ছিল । কেউ কেউ পূজার আত্মকেন্দ্রিক মানসিকতা এবং তার পূর্বের ধর্মের প্রতি শ্রদ্ধাবোধের অভাব নিয়ে সমালোচনা করছেন ।।

