এইদিন ওয়েবডেস্ক,কক্সবাজার,২৪ এপ্রিল : কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র উপকূলে ট্রলার থেকে ট্রলার মালিকসহ ১০ জন জেলের পচাগলা দেহ উদ্ধার হল । নিহতরা কক্সবাজারের মহেশখালী ও চকরিয়ার বাসিন্দা । ডুবে যাওয়া ট্রলারের মালিক মহেশখালীর হোয়ানক ইউনিয়নের বাসিন্দা সামশুল আলম । তার মৃতদেহও উদ্ধার করা হয়েছে ওই ট্রলার থেকে ।
জানা গেছে,গত ৭ এপ্রিল রাতে সামশুল আলমের ফিশিং ট্রলারটি ১৯ জন জেলেকে সঙ্গে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল । ট্রলার মালিক সামশুল আলম ও মাঝি মোহাম্মদ মুসাও ওই ট্রলারে ছিলেন। দুদিন পর জানা যায়, ট্রলারটি সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে । কিন্তু কারা বা কেন ট্রলারটি সাগরে ডুবিয়ে দিয়েছে তা স্পষ্ট নয় । এই বিষয়ে এলাকায় নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে । যদিও রবিবার সন্ধ্যায় কক্সবাজারের পুলিশ সুপার মোহম্মদ মাহফুজুল ইসলাম বলেন,’এটা যে পরিকল্পিত হত্যাকাণ্ড তাতে কোনো সন্দেহ নেই । কারণ নিহতদের হাত-পা দড়ি দিয়ে বাঁধা ছিল, শরীরে আঘাতের চিহ্নও আছে । আমাদের অনুমান, জলদস্যুরা গভীর সাগরে তাদের হত্যা করেছে। পরে ট্রলারে মৃতদেহ রেখে দরজা লাগিয়ে দেয় ।’
স্থানীয়রা জানান, গভীর সাগরের কুতুবদিয়া চ্যানেলে ফিশিং বোটটির কিছু অংশ ডুবে ছিল। পরে অপর একটি ট্রলার ওই ফিশিং বোটটিকে বিশেষ ব্যবস্থায় টেনে শনিবার সন্ধ্যায় নাজিরারটেকে নিয়ে আসে। ভাটার পর রবিবার সকালে কোল্ড স্টোর দেখতে গিয়ে মানুষের হাত-পা দেখা যায়। তখনই পুলিশকে খবর দেওয়া হয়। এরপর ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় মৃতদেহগুলো উদ্ধার শুরু হয় ।।