আমি নারী…
প্রকৃতির সৃষ্টি আমি
আমিই প্রকৃতি
সব সৃষ্টি তারই
আমি সদাচারী।
আমি নারী, পূর্নাঙ্গ মানুষ
সমাজ করেছে মোরে হীন
অন্তরালে কেটেছে বহুদিন।
তারই আপন স্বার্থে
বলি হলো নারী
আমি সেই নারী।
আমি নারী
সমাজ দেয়নি কিছু
বন্দী করে নিয়েছে সবই কাড়ি
দাসীত্ব দিয়েছে, নই অধিকারি
তবু টিকে আছি
সংগ্রাম রয়েছে সদা জারি
আমি সেই নিঃস্ব নারী।
ধর্ম পুস্তক নাকি মানুষের জীবন আখ্যান
সেথা নাই নারীত্বের মান
ওরা সব পেয়ে ভুলে গেছে
ঘোষা আর অপালার কথা।
একুশেও কপচায় বুলি
পুস্তকে রচিত আছে যথা।
এখনও রয়েছে তাই জারি
মানবে না আর
আমার অধিকার আমি বুঝে নিতে পারি
মানুষ তো যতই বলো না কেন নারী।
আমি নারী
এতদিন করেছি স্বার্থ ত্যাগ
এসেছে দিন বুঝে নেবো ভাগ
আমার শ্রমেরও মূল্য চাই
আপোষে না পেলে নেব ঠিক কাড়ি
এবার জাগবোই আমি নারী।।
নারী আমি
আছি সাহিত্য, কবিতায়
ফসল ফলাই, সাগর ডিঙাই,
আকাশে উড়েছি, লঙ্ঘেছি পর্বত,
দেবী নই, বিদ্যা করি দান।
আমার ক্ষমতায় আমি সব পারি
আমিই প্রকৃতি আমিই সেই নারী।।