এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ মার্চ : গার্ডেনরিচ কান্ডে মৃত বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে । হাসপাতালে ভর্তি ১৫ জন । তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক । এখনও অনেকে ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন । ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে ভবনটির দোতলা পর্যন্ত অনুমোদন ছিল। দোতলার সমান ভিত ও কলাম তৈরি করা হয়েছিল । কিন্তু ,বেআইনিভাবে আরও চারটি তলা নির্মাণ করছিলেন প্রোমোটার । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে বিষয়টি বারবার পুরসভার নজরে আনা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি । এখন এত বিপুল সংখ্যের হতাহতের পর অবশেষে টনক নড়েছে সরকারের । গ্রেফতার করা হয়েছে মহম্মদ ওয়াসিম নামে এক প্রোমোটারকে । তার বিরুদ্ধে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন, ৩০৭ ধারায় খুনের চেষ্টা, অবৈধ নির্মাণের জন্য কেএমসি অ্যাক্টসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রজু করেছে পুলিশ । জানা গেছে,যে জায়গায় বহুতলটি নির্মাণ করা হচ্ছিল সেখানে আগে পুকুর ছিল। সেক্ষেত্রে পুকুর ভরাটের অভিযোগও দায়ের হবে প্রোমোটারের বিরুদ্ধে ।
গার্ডেনরিচের মত একটি ঘিঞ্জি এলাকায় কিভাবে এত বড় ভবন নির্মাণ করলেন প্রোমোটার তা নিয়ে উঠছে প্রশ্ন । এক্ষেত্রে কেবল প্রোমোটারই নয়, পুরসভা ও শাসকদলের আরও নেতারা জড়িয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ । বিশেষ করে এলাকার কাউন্সিলর কিভাবে বহুতল নির্মাণের অনুমতি দিলেন তাও খতিয়ে দেখছে পুলিশ ।
এদিকে গার্ডেনরিচ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের পরিবারকে ১ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । পাশাপাশি মুখ্যমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছিলেন।
গার্ডেনরিচের বহুতল ভেঙে পড়ার ঘটনার দায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর চাপিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । তিনি বলেন, ‘গার্ডেনরিচের এই ঘটনার দায় মমতা ব্যানার্জি কার ওপর চাপাবেন ? ওনার মেয়র হাকিমবাবুর ওপর ? হাকিমবাবু কাকে দোষ দেবেন ? ওনার ‘স্কয়ার ফুট’ কাউন্সিলর দের ? শহর কলকাতা জুড়ে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ গুলোর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। মানুষ আপনার থেকে জবাব আদায় করেই ছাড়বে মাননীয়া ।’।