এইদিন ওয়েবডেস্ক,পঞ্চগড়(বাংলাদেশ),২৭ সেপ্টেম্বর : বাংলাদেশের পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে পূণ্যার্থী বোঝাই নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে । মঙ্গলবার সকালে আরও চার জনের মরদেহ উদ্ধার হয় । ওই চারটি মৃতদেহের মধ্যে দুটি আওলিয়ার ঘাট এবং বাকি দুটি দেবীগঞ্জের করতোয়া ঘাট এলাকা থেকে উদ্ধার হয়েছে । রবিবার দূর্ঘটনার দিন উদ্ধার হয়েছিল ২৫ টি মৃতদেহ । পরের দিন অর্থাৎ সোমবার আরও ২৫ টি দেহ উদ্ধার হয় । পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল এখনো নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে । পাশাপাশি নিখোঁজদের আত্মীয়স্বজনরা মঙ্গলবার ভোর থেকে ঘটনাস্থল করতোয়ার আওলিয়ার ঘাট ও পার্শ্ববর্তী এলাকা নিজ উদ্যোগে তল্লাশি চালাচ্ছে ।
রবিবার ছিল মহালয়া । প্রতি বছরের মত ওই দিনেও বোদা বদ্বেশ্বরী মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছিল । কয়েক হাজার পূণ্যার্থী পূজো দিতে মন্দিরে গিয়েছিলেন । মাড়েয়া এলাকা থেকে শতাধিক পূণ্যার্থী বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন । কিন্তু ভিড়ে ঠাসা নৌকাটি মাঝ নদীতে টালমাটাল করতে করতে ডুবে যায় । মঙ্গলবার সকাল পর্যন্ত নৌকার মাঝি হাসান আলীসহ ৫৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । মর্মান্তিক এই দূর্ঘটনার পর প্রশাসনের গাফেলতি নিয়ে প্রশ্ন উঠছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের তরফ থেকে ফেরি ঘাটে কোনো নজরদারি ছিল না । মহালয়ার দিন প্রখ্যাত বদ্বেশ্বরী মন্দিরে ভিড় হবে জেনেও কোনো নিরাপত্তার ব্যবস্থা পর্যন্ত করা হয় । যদি নিরাপত্তার ব্যবস্থা থাকতো এবং নৌকাগুলিতে যাত্রী তোলার উপর নজরদারি রাখা হত তাহলে এই দূর্ঘটনা এড়ানো সম্ভব হত বলে স্থানীয়দের দাবি ।।