এইদিন ওয়েবডেস্ক,পাটনা,১৫ ডিসেম্বর : বিহারের সারান জেলার ছাপড়ায় বিষাক্ত মদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ । এই ঘটনায় ছাপড়া থানার আধিকারিক রিতেশ মিশ্র এবং কনস্টেবল বিকেশ তিওয়ারিকে বরখাস্ত করা হয়েছে । এদিকে ঘটনার জন্য মৃত ও অসুস্থ মানুষদেরই দায়ী করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । তিনি বলেছেন ”যারা ভেজাল মদ খায় তারা অবশ্যই মারা যাবে। এ ব্যাপারে জনগণেরই সতর্ক হওয়া উচিত। কিছু মানুষ জীবিকার জন্য এটা করে । কিছু লোক নকল অ্যালকোহল খাওয়ার ভুল করে ।’ যদিও তিনি জানিয়েছেন, এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার ।
প্রসঙ্গত,নীতিশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকার ২০১৬ সালের এপ্রিলে রাজ্যে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে । তাসত্ত্বেও চোরাগোপ্তা মদের ব্যবসা চালু রয়েছে বিহারের বিভিন্ন এলাকায় । গত মঙ্গলবার ছাপড়ায় বিষাক্ত মদ খেয়ে ৪৭ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল । তার মধ্যে ৩৯ জনের মৃত্যু হয়েছে । কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকিদের চোখের সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে । তাদের চিকিৎসা চলছে,প্রয়োজনে তাদের সদর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হবে বলে জানিয়েছেন ছাপড়া হাসপাতালের চিকিৎসক ডাঃ সঞ্জয় কুমার । বিহারের আবগারি মন্ত্রী সুনীল কুমার জানিয়েছেন, এই ঘটনায় এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে। এদিকে এই ঘটনার জন্য নীতীশ কুমারের নেতৃত্বাধীন জোট সরকারকেই দায়ি করেছে বিজেপি ।।