এইদিন ওয়েবডেস্ক,তেলেঙ্গানা,০১ জুলাই : তেলেঙ্গানায় সিগাচি ইন্ডাস্ট্রিজের পাশমাইলরামের একটি ওষুধ কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে, মঙ্গলবার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন।জেলা পুলিশ সুপার পরিতোষ পঙ্কজ পিটিআইকে জানিয়েছেন,ধ্বংসাবশেষ থেকে ৩১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে । তিনি বলেন, উদ্ধার অভিযানের চূড়ান্ত পর্যায়ে এখনও কাজ চলছে। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র জানিয়েছে যে পাশামাইলরাম শিল্প এলাকার সিগাচি ফার্মা কোম্পানির একটি চুল্লিতে রাসায়নিক পদার্থে আগুন লাগার পর এই বিস্ফোরণ ঘটে। তবে, প্রযুক্তিগত বিশেষজ্ঞরা জানিয়েছেন যে বিস্ফোরণের সঠিক কারণ পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরেই জানা যাবে।
তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত কমপক্ষে আটজনের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে প্রায় এক ডজন আহত ব্যক্তিকে ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।
সোমবার সকাল ৯.২৮ থেকে ৯.৩৫ এর মধ্যে বিস্ফোরণটি ঘটে। সেই সময় কারখানায় ১৫০ জন কাজ করছিলেন। তাদের মধ্যে প্রায় ৯০ জন বিস্ফোরণস্থলের কাছে ছিলেন বলে কারখানার সূত্রের উদ্ধৃতি দিয়ে আইজিপি ভি. সত্যনারায়ণ জানান । তিনি বলেন, নিহতদের মধ্যে কয়েকজনের দেহ সম্পূর্ণরূপে পুড়ে গেছে এবং তাদের শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হবে।।
Death toll in Telangana pharmaceutical factory blast rises to 35; PM Modi announces Rs 2 lakh compensation to families of those killed