এইদিন ওয়েবডেস্ক,কলকাতা ও নয়া দিল্লি,১৭ জানুয়ারী : প্রবাদপ্রতিম কত্থক নৃত্যশিল্পী বিরজু মহারাজ ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্রের জীবনাবসান হল । জানা গেছে,রবিবার রাতে দিল্লির বাড়িতে নাতির সঙ্গে যখন খেলছিলেন সেই সময় হৃদরোগে আক্রান্ত হন পণ্ডিত বিরজু মহারাজ । তিনি অজ্ঞান হয়ে পড়েন । তারপর তাঁকে দিল্লির সাকেত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।উল্লেখ্য,পন্ডিত বিরজু মহারাজ কয়েকদিন আগেই কিডনি রোগে আক্রান্ত হন । তারপর থেকে তাঁর ডায়ালাইসিস চলছিল । প্রবাদপ্রতিম এই নৃত্য শিল্পির মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর ।অন্যদিকে রবিবার রাতে নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্রের সৎকার সম্পন্ন হওয়ার পরেই তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে । শিল্পির অন্তিম ইচ্ছাতেই মৃত্যুর খবর গোপন রাখা হয়েছিল বলে জানা গেছে । মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর ।
পন্ডিত বিরজু মহারাজ ছিলেন অন্যতম বিখ্যাত এবং প্রশংসিত ভারতীয় শিল্পীদের একজন । যিনি তাঁর কর্মজীবনে নৃত্যের জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন । তিনি লখনউয়ের কালকা-বিন্দাদিন ঘরানার একজন প্রবক্তা ছিলেন । মাত্র সাত বছর বয়সে বাবার সাথে তিনি প্রশিক্ষণ শুরু করেন । তেরো বছর বয়সে গুরু হন । তারপরে তিনি দিল্লির ভারতীয় কলা কেন্দ্রে শিক্ষকতা শুরু করেন ।
বিরজু মহারাজ দেবদাস, দেধ ইশকিয়া, উমরাও জান এবং বাজি রাও মাস্তানির মতো চলচ্চিত্রের জন্য নৃত্য পরিচালনা করেছিলেন। তিনি সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কে খিলাড়ি’ চলচ্চিত্রের জন্য সঙ্গীত রচনা করেছিলেন । তাঁর ছন্দময় পারফরম্যান্স এবং শিল্পকলার দক্ষতা তাঁকে অনেক পুরষ্কার এবং সম্মানও এনে দিয়েছিল । বিরজু মহারাজ ১৯৮৩ সালে পদ্মবিভূষণে ভূষিত হন । এছাড়াও তিনি সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার এবং কালিদাস সম্মান লাভ করেন । বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং খয়রাগড় বিশ্ববিদ্যালয় বিরজু মহারাজকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করেছিল ।।