এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১০ জুন : মসজিদে জোহরের নামাজের আজান দিচ্ছিলেন এক মুয়াজ্জিন । সেই সময় প্রবল বৃষ্টি ও বজ্রপাত চলছিল । মসজিদের ছাদেও একটা বজ্রপাত হয় । সেই বিদ্যুৎ প্রবাহিত হয় মাইকের যন্ত্রাংশে । তা থেকে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মসজিদের মুয়াজ্জিনের । বাংলাদেশের ফেনীর সোনাগাজী এলাকার হাফেজ আব্দুর রশিদ বাড়ি জামে মসজিদের ঘটনা । মৃতের নাম মহম্মদ ছায়েদ উল্লাহ (৫০) । সোনাগাজী এলাকাতেই তার বাড়ি । রবিবার ঘটনার পর পারিবারিক কবরাস্থানে তার দেহ কবরস্থ করা হয় ।
জানা গেছে,সোনাগাজী এলাকার ওই মসজিদের স্থায়ী মোয়াজ্জেম হলেন মোহম্মদ ইয়াসিন আরাফাত । রবিবার ঝড়বৃষ্টির কারনে তিনি মসজিদে যেতে পারেননি । পরিবর্তে তিনি আজান দেওয়ার জন্য ভাইপো ছায়েদ উল্লাহকে পাঠিয়েছিলেন । ছায়েদ আজান দেওয়ার সময় বজ্রপাতের বিদ্যুৎ আইপিএসের মধ্যে প্রবাহিত হয় এবং তা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখামেই লুটিয়ে পড়ে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ শাহাদাত হোসেন বলেন, ‘রবিবার দুপুর ২টার দিকে ছায়েদ উল্লাহ নামে বজ্রঘাতে আহত একজন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয় । তার শারীরিক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হলেও পরিবারের ইচ্ছায় তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয় ।’ জানা গেছে, মৃতের বাড়িতে রয়েছে স্ত্রী,এক ছেলে ও দুই মেয়ে ।।