এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৭ জানুয়ারী : এরাজ্যের ফের এক বুথ লেভেল অফিসারের (বিএলও) মৃত্যুর ঘটনা ঘটেছে । এবারে মালদা শহরের ১৫ নম্বর ওয়ার্ডের ফুলবাড়ি পাকুড়তলার বাসিন্দা সম্পৃতা চৌধুরী সান্যাল(৪৮) নামে এক বিএলও শারিরীক অসুস্থাতার কারনে মারা গেছেন । পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী সম্পৃতাদেবী নিজের ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথের বিএলও হিসেবে কর্মরত ছিলেন। আজ বুধবার ভোরের দিকে বাড়িতেই তার ‘মৃত্যু হয় । মৃতার স্বামীর দাবি যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজের অতিরিক্ত চাপে নিতে না পারার কারনেই মারা গেছেন তার স্ত্রী । একই দাবি করেছে শাসকদল তৃণমূল কংগ্রেসও । তবে বিজেপির পালটা অভিযোগ, বিএলও-দের উপর তৃণমূলের চাপ সৃষ্টির কারনেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ।
মৃতার স্বামী অর্ধেন্দু চৌধুরীর কথায়,এসআইআর -এর কাজের প্রচন্ড চাপ ছিল। হাড় কাঁপানো ঠান্ডাতেও বাইরে মাঠে বসে কাজ করতে হত তার স্ত্রীকে । ঠান্ডা লেগে তার স্ত্রী প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিলেন। ডাক্তার বাড়িতে বিশ্রাম নিতে বলেছিলেন। কিন্তু এসআইআর-এর কাজ শেষ করার তাগিদে তিনি বিশ্রাম নিতে পারেননি। ঠান্ডার মধ্যেও কাজ চালিয়ে গেছেন।’ সেই কারণেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেছেন।
স্থানীয় তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষও একই দাবি করেছেন । তিনি খবর পেয়ে সকালেই মৃতার বাড়িতে যান। মৃতাকে শেষ শ্রদ্ধা জানিয়ে তিনিও অভিযোগ করেন,’এসআইআর-এর কাজের চাপের কারণেই অসুস্থ হয়ে বিএলও সম্পৃতা চৌধুরী সান্যালের মৃত্যু হয়েছে।’ অন্যদিকে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলির দাবি,এসআইআর-এর কাজের চাপে নয়। বরঞ্চ এসআইআর নিয়ে তৃণমূল বিএলও-দের উপর যে চাপ তৈরি করে রেখেছে সেই চাপের কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে।।

