এইদিন ওয়েবডেস্ক, আড়া (বিহার), ০১ অক্টোবর :বিহারের আড়া (Arrah) সংশোধনালয়ে এক বিচারাধীন বন্দির মৃত্যুর ঘটনা ঘটল । জেল সুত্রে খবর, মৃতের নাম রামপ্রবেশ পাশোয়ান (Ram Pravesh Paswan) । আড়া জেলার গাউসগঞ্জ এলাকার বাসিন্দা বছর ৬২-র ওই বৃদ্ধের বিরুদ্ধে সম্পত্তি ব্যবসায়ী নন্দ কিশোর পাসওয়ানের ছেলে মিঠুন পাসওয়ানকে গুলি করে হত্যার অভিযোগ ছিল । বৃহস্পতিবার সন্ধ্যায় সংশোধনালয়ে বৃদ্ধের মৃত্যু হলে তাঁকে হাসপাতালে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ । এদিকে এই খবর পেতেই মৃতের পরিবার পরিজন হাসপাতালে গিয়ে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফেলতির অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ দেখায় । তবে কিভাবে ওই জেলবন্দি বৃদ্ধের মৃত্যু হল তা জানা যায়নি । এই বিষয়ে সদর এসডিপিও(সদর) হিমাংশু কুমার বলেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হার্ট অ্যাটাকের কারনেই রামপ্রবেশের মৃত্যু হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।’
পুলিশ সুত্রে খবর,আড়া নগর থানার অন্তর্গত গাউসগঞ্জ এলাকার বাসিন্দা সম্পত্তি ব্যবসায়ী নন্দ কিশোর পাসওয়ানের ছেলে মিঠুন পাসওয়ানকে খুনের ঘটনাটি ঘটে গত বছর ৮ জুন । প্রকাশ্য দিবালোকে ভিড়ের মধ্যে মিঠুনকে গুলি করে খুন করা হয় । এই ঘটনায় দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিসহ ৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ । ঘটনার তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয় । গ্রেফতার করা হয় রামপ্রবেশ পাশোয়ানকে৷ তারপর থেকেই কারাবন্দি ছিলেন ওই বৃদ্ধ । মৃতের নাতি অবিনাশ পাশোয়ানের অভিযোগ, ‘বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থতায় ভুগছিলেন । কিন্তু জেল কর্তৃপক্ষ ওনার ঠিকমত চিকিৎসা করায়নি । তাদের গাফেলতির কারনেই আমার দাদুর মৃত্যু হয়েছে ।’ যদিও বন্দির মৃত্যু নিয়ে মুখ খোলেনি জেল কর্তৃপক্ষ । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।।