এইদিন ওয়েবডেস্ক,দেরাদুন,০৮ জুলাই : উত্তরাখণ্ড রাজ্যের প্রশাসন জানিয়েছে যে পবিত্র অমরনাথ যাত্রার সময় বিগত ৪৮ ঘণ্টায় ছয়জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে,এনিয়ে মৃতের সংখ্যা নয়জনে পৌঁছেছে । এর মধ্যে আটজন তীর্থযাত্রী এবং আইটিবিপি কর্মী রয়েছেন । তবে নিহতের বিস্তারিত এবং মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি । তবে অনুমান করা হচ্ছে যে পাহাড়ে অক্সিজেনের ঘনত্ব কম হওয়ার কারণে তীর্থযাত্রীরা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই মৃত্যু হয়েছে । কর্মকর্তারা জানিয়েছেন,৯ জনের মৃত্যুর পাশাপাশি ২৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
এবারে পয়লা জুলাই থেকে শুরু হয়েছে পবিত্র অমরনাথ যাত্রা । ৬২ দিনব্যাপী এই যাত্রা চলবে । শেষ হবে ৩১ আগস্ট । পবিত্র অমরনাথ গুহাটি জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ১৪১ কিমি দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১২,৭৫৬ ফুট উচ্চতায় অবস্থিত । লাদার উপত্যকায় অবস্থিত পবিত্র এই তীর্থস্থানটি বছরের বেশিরভাগ সময় হিমবাহ এবং তুষারাবৃত পর্বত দ্বারা আবৃত থাকে । অত্যন্ত বিপদসঙ্কুল এই যাত্রা ।।