এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৯ জানুয়ারী : ভোরে সদ্য রসের জন্য খেজুর গাছে লাগানো মাটির হাড়ি নামানো হয়েছেল । সে হাড়ি থেকে রস ঢেলে পান করেছিলেন মধ্যবয়সী ব্যক্তি । কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তার জ্বর, মাথাব্যথা, পেশীতে ব্যথা, বমি, গলা ব্যথা, মাথা ঘোরা প্রভৃতি লক্ষণ দেখা দেয় । তাকে হাসপাতালে ভর্তি করা হয় । তারপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানান যে ওই ব্যক্তি নিপাহ ভাইরাসে(nipah virus) আক্রান্ত । সেই মত চিকিৎসা চলছিল তার । কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হল ওই ব্যক্তির । বাংলাদেশের রাজধানী ঢাকার ঘটনা । নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছর এটাই প্রথম মৃত্যু বাংলাদেশে ।
জানা গেছে,রবিবার ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির । মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন।তিনি বলেন, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে যিনি মারা গেছেন তিনি একজন মধ্যবয়সী পুরুষ। তিনি খেজুরের কাঁচা রস খেয়েছিলেন। এরপর তিনি নিপাহ ভাইরাসে আক্রান্ত হন। মারা যাওয়া ব্যক্তির বাড়ি মানিকগঞ্জে।
উল্লেখ্য,গত বছর ডিসেম্বর থেকে মে মাসের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বেশী দেখা যায় । সাধারণত খেজুরের কাঁচা রস পানের মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হয় । ভাইরাসটি মূলত চামচিকে থেকে ছড়ায় ।।