এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৪ এপ্রিল : মোটর চালিত ভ্যানে চড়ে ধান ঝাড়াইয়ের কাজে যাচ্ছিলেন জনমজুরের একটি দল । কিন্তু রাস্তাতে নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানটি উলটে গিয়ে মৃত্যু হল এক মহিলার । শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার নন্দীগ্রামের কাছে কাটোয়া-মন্তেশ্বর রোডে । মৃতা মহিলার নাম জয়ন্তী হাঁসদা(৩৩) । দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন । আহতরা বর্তমানে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।
স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন সকালে ন’টা নাগাদ একটি মোটর চালিত ভ্যানে চড়ে কাটোয়ার টিকরখাজি গ্রামের বাসিন্দা ৯ – ১০ জন শ্রমিকের একটি দল বোরো ধান ঝাড়ার কাজে পলসোনা গ্রামের দিকে যাচ্ছিলেন । কাটোয়া-মন্তেশ্বর ধরে যাওয়ার সময় নন্দীগ্রামের কাছাকাছি আসতেই ভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে উলটে যায় । ভ্যানের যাত্রীরা রাস্তার উপর ছিটিকে পড়েন । সকলেই অল্পবিস্তর আহত হন । স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যাবস্থা করেন । কিন্তু জয়ন্তী হাঁসদা নামে ওই মহিলাকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসরা । আহতের অধিকাংশজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ৩ জনের অবস্থা গুরুতর তাঁদের হওয়ায় হাসপাতালে ভর্তি করে নেওয়া হয় ।।
প্রতীকী ছবি – সৌজন্যে গুগুল