এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৩ জুলাই : মারুতি ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক রোগীর । জখম মারুতির চালকসহ ৪ । শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান-কাটোয়া রাজ্যসড়কে ভাতার থানার পাটনা গ্রামের মোড়ের কাছে । দূর্ঘটনার পর প্রথমে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান । পরে ভাতার থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় । তাঁদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । পুলিশ জানিয়েছে মৃতের নাম গৌতম মণ্ডল(৪৬) । অসুস্থ গৌতমবাবুকে এদিন মারুতি ভ্যানে করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন পরিবারের লোকজন ৷ কিন্তু কিছুটা যেতেই পথ দূর্ঘটনায় মৃত্যু হয় ওই ব্যক্তির । মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে,ভাতারের নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা গৌতম মণ্ডল ঘুরে ঘুরে চা বিক্রি করতেন । ওই উপার্জনে খুব কষ্ট করে সংসার চালাতেন তিনি । বেশ কয়েক দিন ধরে তিনি শারিরীক অসুস্থায় ভুগছিলেন । তাই এদিন সকালে একটি মারুতি গাড়ি ভাড়া করে তাঁকে বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন ছেলে হাবল মণ্ডল, শ্বাশুড়ি চায়না নন্দী । আরও ২ জন প্রতিবাশীও তাঁদের সঙ্গে ছিলেন । কিন্তু মারুতি গাড়িটি বর্ধমান-কাটোয়া রাজ্যসড়ক পথ ধরে পাটনা গ্রামের মোড়ের কাছে আসতেই দূর্ঘটনার কবলে পড়ে ৷
ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,পাটনা মোড়ের কাছে মারুতির সামনে আচমকা একটি বাইক চলে এলে তাকে বাঁচাতে গাড়িটি রাস্তার ডানদিকে ঘুরে যায় । আর ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মারুতি ভ্যানের । মারুতি গাড়ির চালকের দিকে অংশ কার্যত দুমরে মুচরে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় গৌতম মণ্ডলের । চালকসহ ৪ জন গুরুতর আহত হন ।
স্থানীয় লোকজন এসে তাঁদের উদ্ধার করেন । পরে ভাতার থানার পুলিশ গিয়ে আহতদের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনে । মারুতির চালক ও মৃতের শাশুড়ির অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় । লরি ও মারুতিটি আটক করেছে পুলিশ ।।