এইদিন ওয়েবডেস্ক,সোফিয়া,১৮ ফেব্রুয়ারী : একটি কাঠের ট্রাকে লুকিয়ে বুলগেরিয়া যেতে গিয়ে দমবন্ধ হয়ে মৃত্যু হল ১৮ জন আফগান নাগরিকের । নিহতদের মধ্যে বছর সাতেকের এক শিশুও রয়েছে । বুলগেরিয়ান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, সে দেশের পুলিশ কর্তৃপক্ষ শুক্রবার রাজধানী সোফিয়ার উপকন্ঠে ওই মৃতদেহগুলি খুঁজে পায় ।
পুলিশ জানিয়েছে,সোফিয়া শহরে অবস্থিত লোকরস্কো এলাকা থেকে ২০ কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত জায়গায় ট্রাকটিকে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয় । প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, কাঠ বোঝাই ওই ট্রাকটিতে ৫২ জন আফগান নাগরিককে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল । কিন্তু সীমিত শ্বাস-প্রশ্বাসের জায়গার কারণে তাদের খুঁজে পাওয়ার আগে এই লোকেরা প্রায় ১২ ঘন্টা শ্বাসরুদ্ধ হয়ে পড়েছিল ।
পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকদিন ধরে কোনো খাবার খায়নি ওই ব্যক্তিরা।নিহতদের মধ্যে ছয় বা সাত বছরের একটি শিশুও রয়েছে।
পরিসংখ্যান অনুসারে, এই ঘটনাটি বুলগেরিয়ার ইতিহাসে সবচেয়ে মারাত্মক অভিবাসনের ঘটনা।
বুলগেরিয়ার ন্যাশনাল ইনভেস্টিগেশন সার্ভিসের প্রধান বরিসলাভ সারাফভের মতে,এই আশ্রয়প্রার্থীদের মৃতদেহগুলি হিমায়িত অবস্থায় পাওয়া গেছে ।
পাশাপাশি পাঁচটি শিশু সহ আরও ৩৫ জন আশ্রয়প্রার্থীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে স্থানান্তরিত করেছে । পুলিশ জানতে পেরেছে,তুরস্ক থেকে কয়েকদিন আগে সীমান্ত পেরিয়ে ওই ব্যক্তিরা ওই দেশে প্রবেশ করেন। বুলগেরিয়ান পুলিশ জানিয়েছে যে তারা এই ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে এর আগেও মানব পাচারের অভিযোগ ছিল। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তান থেকে উদ্বাস্তুরা পশ্চিম ইউরোপে প্রবেশের জন্য বুলগেরিয়াকে রুট হিসাবে ব্যবহার করে । এর আগে একটি ট্রাকে পরিবহনের সময় অস্ট্রিয়ার একটি মহাসড়কের পাশে ৭২ জন শরণার্থীর মৃত্যু হয়েছিল ।।