এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,২৬ অক্টোবর : ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে নিয়ে জোর চর্চা চলছে ভারতে । কারন তাঁর দাদু-দিদিমা ছিলেন ভারতের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালার বাসিন্দা। তাঁর দাদু প্রথমে নাইরোবিতে বসতি স্থাপন করেন এবং সেখান থেকে পরে ব্রিটেনে চলে যান । সুনাকের ভারতের যোগ থাকায় স্বভাবতই ভারতের বহু মানুষ তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন । তবে একটা সকলের অজানা যে ঋষি সুনাকের ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়া নিয়ে সাত বছর আগে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। আর এই ভবিষ্যৎবাণী করেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ।
২০১৫ সালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিটেন সফরের সময় তাঁর সাথে কথোপকথনে ডেভিড ক্যামেরন বলেছিলেন যে শীঘ্রই একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ব্রিটিশ প্রধানমন্ত্রীর আবাস ১০ ডাউনিং স্ট্রিটে পৌঁছাবেন । তিনি ওয়েম্বলি স্টেডিয়ামে ভারতীয় সম্প্রদায়ের দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মোদীকে এই কথা বলেছিলেন । অবশেষে তাঁর ভবিষ্যৎবাণীই সত্যি প্রমানিত হল ।
মাস দুয়েক আগে প্রধানমন্ত্রী নির্বাচনের সময় ঋষি সুনক লিজ ট্রাসের কাছে পরাজিত হয়েছিলেন । কিন্তু ভুল আর্থিক নীতির কারনে ৪৯ দিনের মাথায় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন ট্রাস । এরপর ৪২ বর্ষীয় সুনাকের উপরেই আস্থা রাখে ব্রিটিশ পার্লামেন্ট । বিগত দুই শতাব্দীর মধ্যে ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ।
প্রধানমন্ত্রীর দায়িত্ব বুঝে নেওয়ার পরেই মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন এনেছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক । অনেক নেতাকে ক্যাবিনেট থেকে সরিয়ে দিয়েছেন তিনি ।এর পাশাপাশি তিনি দেশবাসীকে আগামী সময়ে কঠিন সিদ্ধান্তের জন্য প্রস্তুত থাকতে বলেছেন । অর্থমন্ত্রকও নিজের হাতেই রেখেছেন সুনাক । কিন্তু ব্রিটেনের অর্থনৈতিক সঙ্কট মোকাবিলা করা তাঁর পক্ষে খুব একটা সহজ হবে না বলে মনে করা হচ্ছে।।