এইদিন ওয়েবডেস্ক,মালদা,১০ অক্টোবর : পারিবারিক বিবাদের জেরে অন্ডকোষ টিপে ধরে শ্বশুরকে মেরে ফেললো পুত্রবধূ ! এমনই অভিযোগ উঠেয় পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের মাধাইপুর এলাকায় । মৃতের নাম নুরু শেখ । এই ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ সুলতানাকে আটক করেছে পুলিশ ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে,নুরু শেখের দুই ছেলে। ছেলেরা পরিযায়ী শ্রমিকের কাজ করেন । তার বড় ছেলের স্ত্রী সুলতানা ৷ ছেলের পাঠানো টাকা নিয়ে প্রায়ই শ্বশুর ও বড়পুত্রবধূর মধ্যে ঝামেলা হত । বুধবার বিকেলেও এনিয়ে তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয় । সেই সময় সুলতানা প্রথমে বৃদ্ধ শ্বশুরের বাম হাতে মোক্ষম কামড় বসিয়ে দেয় । বৃদ্ধ যন্ত্রণায় কাতরাতে শুরু করলে পুত্রবধূ তার লুঙ্গির ভিতরে হাত ঢুকিয়ে অন্ডকোষ সজোরে টিপে ধরে । আর সেই যন্ত্রণা সহ্য করতে না না পেরে দমবন্ধ হয়ে বৃদ্ধ মারা যায় বলে অভিযোগ ।
মৃতের ভাইঝি রায়সানা খাতুন বলেন,’নিজের শ্বশুরের গোপনাঙ্গ টিপে কোন বউমা মারে ? আমরা ওর কঠিন শাস্তি চাই ।’ একই দাবি করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী আব্দুল সালামও । তিনি বলেন,’ছেলের পাঠানো টাকা নিয়ে নুরু শেখ ও তার বড় বউমার প্রায়ই ঝামেলা হত । তাই বলে এই রকম ঘটনা মেনে নেওয়া যায় না । অভিযুক্ত বউমার কঠোর শাস্তি হোক ।’
জানা গেছে,শ্বশুরের মৃত্যুর পর সেখানেই দাঁড়িয়ে ছিলেন সুলতানা । প্রতিবেশীরা বৃদ্ধকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় । এরপর পুলিশ এসে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । পাশাপাশি মহিলা পুলিশ অভিযুক্ত বউমাকে আটক করে থানায় নিয়ে যায় । যদিও এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কিনা জানা যায়নি ।।

