এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম,১৯ ডিসেম্বর : বেতনবৃদ্ধি ও চাকরির স্থায়ীকরনসহ একাধিক দাবিতে ধর্মঘট করলেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের একটি ডেয়ারি কারখানার শ্রমিকরা ধর্মঘট শুরু করলেন । শনিবার সকাল থেকে কাজ বন্ধ রেখে শ্রমিকরা কারখানার গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন । এদিকে শ্রমিক বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় উৎপাদন ।
কারখানার এক আধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ” শ্রমিকদের ধর্মঘটের কারনে কারখানায় আজ উৎপাদন হয়নি । ফলে হাসপাতাল, একাধিক ক্যাম্পে দুধ সরবরাহ করা যায়নি । উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানানো হয়েছে ।”
জানা গেছে,আউশগ্রাম ১ ব্লকের বেরেন্ডা অঞ্চলের সুকান্তপল্লি গ্রামে রয়েছে ওই ডেয়ারি কারখানাটি। সেখানে ২০ জন শ্রমিক কাজ করেন । ওদিন সকাল থেকে ওই শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার গেটের সামনে ত্রিপল বিছিয়ে বসে পড়েন । তারপর বেতন বৃদ্ধি,স্থায়ীকরনসহ অনান্য কিছু সুবিধা দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন ।
আন্দোলনরত শ্রমিক সুজিত রায় বলেন,’একই মালিকের বর্ধমান শহর এলাকায় একই ধরনের কারখানা রয়েছে । যেখানে দৈনিক ২৭০ টাকা মজুরি দেওয়া হয় । অথচ আমরা মজুরি পাই দৈনিক ২১০ টাকা । এছাড়া স্থায়ীকরনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পালন করা হয়নি । ছুটি, মেডিকেলসহ অন্যান্য সুযোগসুবিধা থেকেও দিনের পর দিন আমাদের বঞ্চিত করা হচ্ছে । তাই ধর্মঘট করতে বাধ্য হয়েছি।’
এদিকে ডেয়ারি কারখানার শ্রমিকদের ধর্মঘট প্রসঙ্গে তৃণমূলের শ্রমিক সংগঠনের আউশগ্রাম-১ ব্লক সভাপতি সালাম শেখ বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দু’পক্ষকে নিয়ে আলোচনায় বসার চেষ্টা করছি । আশা করছি দ্রুত সমস্যা মিটে যাবে।’।