এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর(মালদা),১৬মার্চ : শরিকি রাস্তা ও সীমানা প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে সৎ ভাইকে বাঁশ দিয়ে নৃশংসভাবে পেটানোর পর শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে ৷ মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার সোনাকুল গ্রামে । পুলিশ জানায়,মৃতের নাম জাহাঙ্গীর আলম(৫২) । এদিকে ভাইকে খুনের পরেই চম্পট দিয়েছে গুনধর দাদা মতিউর রহমান । পুলিশ মতিউরের ছেলে জিয়াউর রহমান ওরফে সাফাতুল্লাহকে গ্রেফতার করেছে । বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, পাশাপাশি বাড়িতে বসবাস জাহাঙ্গীর আলম ও তাঁর সৎ-দাদা মতিউর রহমানের । উভয় পরিবারের চলাচলের জন্য একটি শরিকি রাস্তা রয়েছে । ওই রাস্তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছুদিন বিবাদ চলছিল । সম্প্রতি জাহাঙ্গীর তাঁর বাড়ির সীমানা প্রাচীর দিয়ে ঘেরার প্রস্তুতি নিতে শুরু করলে বিবাদ চরম আকার ধারন করে ।
জানা গেছে,সীমানা প্রাচীর নির্মানের জন্য ইঁট কিনেছেন জাহাঙ্গীর আলম । নির্মান কাজের সুবিধার জন্য তিনি সেই ইঁট বাড়ির পিছনে জড়ো করে রাখছিলেন । এনিয়ে মঙ্গলবার সকাল থেকেই দুই পরিবারের মধ্যে দফায় দফায় ঝামেলা চলছিল । সন্ধ্যা নাগাদ ফের একপ্রস্থ তুমুল বচসা বেধে যায় । অভিযোগ, আর সেই সময় বাড়ি থেকে একটি বাঁশ এনে জাহাঙ্গীরকে বেদম পেটাতে শুরু করেন মতিউর রহমান । জাহাঙ্গীর মাটিতে লুটিয়ে পড়লে মতিউর তাঁকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ । মতিউরের এই নৃসংসতা দেখে স্তম্ভিত হয়ে যায় আশপাশের লোকজন ।
মৃতের স্ত্রী খাইরুন বিবি বলেন, ‘আমাদের দুই বাড়ির মাঝখানে একটি রাস্তা আছে। সামনে আমাদের মেয়ের বিয়ে । তাই সীমানা প্রাচীর দেওয়ার জন্য বাড়ির সামনে ইট বোঝাই করে রাখা ছিল। আমার স্বামী ওই ইট দুই বাড়ির মাঝখানে রাস্তা দিয়ে বাড়ির পিছন দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেন । ওই রাস্তার মধ্যে আমার স্বামীর সৎ দাদার পরিবার একটি খুঁটি পুঁতে রেখেছিল। আমার স্বামী ওদের জানায় খুটিটা আপাতত তুলে রেখে দেবেন । ইঁট বহনের কাজ হয়ে গেলে ফের আগের মতোই পুথে দেবে । কিন্তু এই কথা বলতে যেতেই আমার স্বামীর সৎ দাদা মতিউর এবং তার ছেলে সাফাতুল্লাহ দুজনে মিলে আমার স্বামীর উপর আক্রমণ করে । দুজনে মিলে বাঁশ দিয়ে নৃশংসভাবে আমার স্বামীকে পেটায় । তারপরে শ্বাসরোধ করে খুন করে। আমি চাই আমার স্বামীর খুনিদের কঠোর সাজা হোক ।’ বুধবার মৃতের স্ত্রী এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে । পুলিশ মূল অভিযুক্ত মতিউর রহমানের সন্ধান চালাচ্ছে ।।