এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ অক্টোবর :কালীপূজোর আবহে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় “সিত্রাং” । সোমবার পূজোর দিনেই আকাশের মুখ ভার । সোমবার ও আগামীকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা সহ বিহার, বাংলা, ওড়িশার বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে আজ ঝড়ের সঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপটি গত ছয় ঘণ্টায় ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে । পরবর্তী ৬ ঘন্টার মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার খুব সম্ভাবনা রয়েছে । বিশেষ করে ঘূর্ণিঝড়টি তান্ডব চালাতে পারে বিহারে ৷ এছাড়া ওড়িশার পুরী, জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বলেশ্বর, ময়ূরভঞ্জ, জাজপুর, কেওনঝার, কটক এবং খুরদা জেলায় মুষলধারে বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি ৷ পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশার উপকূলীয় এলাকায় এনডিআরএফ এবং পুলিশকে সতর্ক করা হয়েছে । সৈকতের কাছাকাছি বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।
অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার বাংলাদেশের ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রবৃষ্টি হবে বলে জানিয়েছে সেদেশের আবহাওয়া দপ্তর ।
ইতিমধ্যেই রাজধানী ঢাকাসহ বাংলাদেশের সারা দেশেই বৃষ্টি শুরু হয়েছে । বর্তমানে বৃষ্টির পরিমাণ কম থাকলেও ধীরে ধীরে তা বাড়তে থাকবে । সোমবার থেকে বাংলাদেশ জুড়ে বিশেষ করে উপকূল অঞ্চলগুলিতে থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । এদিকে ঠাণ্ডা বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে দেখা দিয়েছে শীতের আমেজ ।।