এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ মে : পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির রোড শোয়ের মাঝেই আবির্ভাব হল ঘূর্ণিঝড় “মোকা”র । সোমবার বিকেল প্রায় সাড়ে তিনটে নাগাদ ভাতার দমকল অফিসের সামনে থেকে হুড খোলা গাড়িতে চড়ে রোড শো শুরু করেন অভিষেক । হাজার খানেক কর্মী ও সমর্থক তার গাড়ির সঙ্গে পা মেলান । কিন্তু অভিষেকের গাড়ি ভাতার বাসস্ট্যান্ডের কাছে আসতেই আকাশে ঘন কালো মেঘ জন্মে । শুরু হয় প্রবল ঝড়ো হাওয়া । ফলে পন্ড হয়ে যায় তার রোড শো । শেষে হুডখোলা গাড়ি ছেড়ে নিজের গাড়িতে চড়ে মঙ্গলকোটের উদ্দেশ্যে রওনা হন তিনি । মঙ্গলকোটের নতুনহাট স্কুল মাঠে জনসভা করার কথা রয়েছে তার ।
এদিকে অভিষেক ভাতার ছাড়তেই দমকা হাওয়ার পাশাপাশি শুরু হয় প্রবল বৃষ্টি । ফলে চুড়ান্ত নাকাল হতে হয় ভাতারের বিভিন্ন এলাকা থেকে আগত তৃণমূলের মহিলা ও পুরুষ কর্মীদের । যদিও বেশিক্ষন স্থায়ী হয়নি ঝড়জল । আবহাওয়া স্বাভাবিক হতেই যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন ।
দেখুন ভিডিও 👇
উল্লেখ্য,ভাতারে অভিষেক ব্যানার্জির রোড শো ঘিরে ছিল সাজোসাজো রব । তিন ধরে ভাতার বাজারের বিদ্যুৎ লাইনের মেরামতি করা হয় । কোনো কোনো জায়গায় সড়ক পথের উপর স্পীড ব্রেকার তুলে ফেলা হয় । এদিন ছিল কড়া পুলিশি নিরাপত্তা । অভিষেকের রোড শো চলার সময় যাতে কেউ তার সামনাসামনি না হতে পারে সেজন্য ভাতারে দমকল অফিস থেকে গার্লস স্কুল পর্যন্ত বর্ধমান-কাটোয়া রাজ্যসড়কের দু’ধারে নাইলনের রশি ফেলে রাখা হয়েছিল । যাত্রাপথে অভিষেক ব্যানার্জির উপর ফুল না ছোড়ার জন্য ভাতার থানার পক্ষ থেকে মাইকে প্রচার করা হয় । কিন্তু ঘূর্ণিঝড় “মোকা”র কারনে মাঝপথেই পন্ড হয়ে যায় অভিষেকের রোড শো ।
প্রসঙ্গত, “তৃণমূলে নবজোয়ার” কর্মসূচিকে সামনে রেখে জেলায় জেলায় রোড শো ও জনসভা করছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জি । আজ সোমবার ভাতারে রোড শো করতে আসেন তিনি । দুপুর আড়াইটা নাগাদ তার রোড শো করার কথা ছিল অভিষেকের । কিন্তু বর্ধমান-১ ব্লকের রায়ান হাইস্কুল মাঠে জনসভা সেরে ভাতার পৌঁছতে তার ঘন্টা খানেক দেরি হয়ে যায় ।।