এইদিন ওয়েবডেস্ক,মাগওয়ে(মিয়ানমার),১৮ মে :ঘূর্ণিঝড় ‘মোচা’র তান্ডবে মিয়ানমারের মাগওয়ে অঞ্চলের হটিলিন টাউনশিপ (Htilin Township) এবং পাকোক্কু(Pakokku) জেলার গ্রামগুলিতে গরু ও ছাগলসহ বহু গবাদি পশুর মৃত্যু হয়েছে । গত শনিবার(১৪ মে ২০২৩) মিয়ানমারের রাখাইন উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মোচা’ । তারপর রাখাইন রাজ্যের মানায়ে শহর এবং সাগাইন এবং ম্যাগওয়ে শহরের কিছু এলাকায় ধ্বংসযজ্ঞ চালায় । ঘুর্ণিঝড়ের তান্ডবে হিটিলিন টাউনশিপের আইমা, শ্বেগন্টাইন, জেটাও, কিয়ার ওও ইয়িন, ওয়াথাত এবং ওহন হটওয়াট প্রভৃতি গ্রামগুলিতে ব্যাপক হারে গবাদি পশুর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে । ঘরবাড়ি ধসে গিয়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার ।
স্থানীয় এক বাসিন্দা বলেন,’ঘূর্ণিঝড় ঢোকার পরের দিন প্রচুর গবাদি পশুর মৃত্যুর ঘটনা ঘটেছে ।মৃত গবাদি পশুগুলি পুঁতে না রেখে মাংস রান্না করে খাওয়া হয় । কিন্তু রোগের বিস্তার রোধ করার জন্য এই মাংস খাওয়া উচিত নয় । এছাড়া গ্রামের মধ্যে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে,এবং যাতায়াতের সময় খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ।’
জানা গেছে,পাকোক্কু জেলার পাউক টাউনশিপেও ছাগলসহ প্রচুর গবাদি পশুর মৃত্যুর ঘটনা ঘটেছে । স্যালিন টাউনশিপে বন্যা ও ঠান্ডায় প্রায় ৫০টি গবাদি পশু মারা গেছে । গাংগাও জেলার মাউ খাড়ির গ্রামে বন্যায় মটরশুটি এবং সূর্যমুখীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । ইয়াও এলাকার হিটিলিন টাউনশিপের অন্তত তিনটি ব্রিজ ধসে গেছে । ঘরবাড়ি ভেঙে কয়েক হাজার পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়েছে । এমনকি বাস্তুচ্যুত ব্যক্তিদের জামাকাপড় এবং খাদ্য বন্যার জলে ভেসে গেছে ।।