এইদিন ওয়েবডেস্ক,তিরুপতি,১১ ডিসেম্বর : ফেরার পথে অন্ধ্রপ্রদেশে তান্ডব চালালো ঘূর্ণিঝড় মান্ডুস(Cyclone Mandus) । ঘূর্ণিঝড়টি মহাবালিপুরমের কাছে পুদুচেরি এবং শ্রীকালহাস্তির মধ্যে উপকূল অতিক্রম করার সাথে সাথে অন্ধ্রপ্রদেশের ছয়টি জেলায় মারাত্মক ক্ষতি করে দিয়েছে । শনিবার সন্ধ্যায় নেলোর, তিরুপতি, চিত্তুর, প্রকাশম, আন্নামায়া এবং কাদাপা প্রভৃতি এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে । নেলোরের কোভুরু মন্ডলের ইনামাদুগু গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বছর তেত্রিশের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম দারলা শ্রীনিবাসুলু । তিনি হরিজনওয়াড় গ্রামের বাসিন্দা । প্রবল বেগে ঝড়ের সময় বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি বেঁকে তার ছিঁড়ে তাঁর গায়ে এসে পড়ে । বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ।
এদিকে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ৬ টি জেলার জনজীবন ব্যাহত হয়েছে । বেশ কয়েকটি গ্রামের মধ্যে পরিবহন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে । নেলোর জেলার এএস পেটা মন্ডলের রাজাভোলু গ্রামের একটি স্থানীয় জল ট্যাঙ্ক ভারী বৃষ্টির কারণে ফেটে যাওয়ায় দিন পনেরো আগে বপন করা বেশ কিছু জমির ধানের চারা ডুবে গেছে । এছাড়া পেল্লাকুর মণ্ডল,শ্রীকালহাস্তি,তিরুপতি জেলার থট্টম্বেদু মণ্ডলে বেশ কিছু গবাদি পশু ঝড়ের প্রভাবে মারা গেছে বলে জানা গেছে । ঘুর্নীঝড়ে অন্যান্য জেলার তুলনায় নেলোর এবং তিরুপতি জেলার এলাকাগুলি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । উদ্ধার অভিযানের জন্য ৫ টি এনডিআরএফ এবং ৪ টি এসডিআরএফ দল মোতায়েন করা হয়েছে ।
আবহাওয়া দপ্তর সুত্রে জানা গেছে,তিরুপতি জেলার শ্রীকালহাস্তিতে শনিবার সকাল থেকে ২৪ ঘন্টায় ২৩ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। তিরুপতির থোটাম্বেদুতে ২২ সেন্টিমিটার এবং গুডুরে ২০ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে । অনান্য জেলাগুলির মধ্যে কোদুরে ২০ সেমি, চিত্তুর জেলার নাগরিতে ১৯ সেমি এবং তিরুপতির ভেঙ্কটাগিরিতে ১৭ সেমি বৃষ্টিপাত হয়েছে । রবিবার অনন্তপুরের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত, রায়ালসিমা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) ।।