প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২২ মে : বেপরোয়া গতির লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীয় । মৃত ব্যক্তির নাম বৈশিষ্ঠ ঘোষ (৬৫) । তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুর থানার আবুজহাটি-২ পঞ্চায়েতের রাণাপাড়ায়। শুক্রবার সন্ধ্যা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মেমারি -জৌগ্রাম রোডে উদয়পুর মোড় সংলগ্ন এলাকায় । খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে। শনিবার বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে মৃত ব্যক্তির দেহের ময়নাতদন্ত হয় । জামালপুর থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,রাণাপাড়া নিবাসী বৈশিষ্ঠ ঘোষ পেশায় ছিলেন ছানা ব্যবসায়ী।রবিবার বিকালে রাণাপাড়ার একটি মিষ্টির দোকানে ছানা দিতে যান । সেখানে ছানা দিয়ে সন্ধ্যা নাগাদ তিনি সাইকেলে চেপে জৌগ্রামের দিকে যাচ্ছিলেন । পথে উদয়পুর মোড় সংলগ্ন এলাকায় পিছন দিক থেকে আসা একটি লরি সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বৈশিষ্ঠ ঘোষ সাইকেল থেকে পড়ে গেলে লরিটি তাঁকে পিষে দিয়ে চলে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় ছানা ব্যবসায়ী বৈশিষ্ঠ ঘোষের ।।