এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৮ এপ্রিল : গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে কলকাতার এন্টালী সাব-পোস্ট অফিসের পোস্ট মাস্টারকে গ্রেফতার করল বিষ্ণুপুর থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম পরিমল ঘোষাল । তাঁর বাড়ি বাঁকুড়া জেলার জয়পুর থানার গেলিয়া গ্রামে । ধৃতের বিরুদ্ধে দুই গ্রাহকের কাছ থেকে মোট ৩ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ।
পুলিশ সুত্রে জানা গেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার গোঁসাইপুর ব্রাঞ্চ পোস্ট অফিসের মেল ডেইলীভারী বয় ছিলেন জয়পুর থানার গেলিয়া গ্রামের বাসিন্দা পরিমল ঘোষাল । এছাড়াও ওই পোস্ট অফিসের পোস্ট মাস্টারের অতিরিক্ত চার্জেও ছিলেন তিনি । বর্তমান পদোন্নতি হয়ে পোস্ট মাস্টার হিসেবে ত কর্মরত কলকাতার এন্টালী সাব পোস্ট অফিসে কর্মরত রয়েছেন ।
বিষ্ণুপুর থানার গোঁসাইপুরে ব্রাঞ্চ অফিসে কর্মরত থাকার সময় বিষ্ণুপুরের কামারপুকুরের বাসিন্দা রীনা লোহার ও গৌতম লোহারের মোট ৩ লক্ষ টাকা তাঁদের অ্যাকাউন্টে জমা না করে আত্মসাতের অভিযোগ উঠেছে পরিমল ঘোষালের বিরুদ্ধে । অভিযোগ, ওই দুই গ্রাহকের পাস বুকে দেড় লক্ষ টাকা করে তিন লক্ষ টাকা জমা করে স্ট্যাম্প দিয়ে দিয়েছিলেন পরিমল ঘোষাল । কিন্তু পরে টাকার প্রয়োজন হলে রীনা লোহার টাকা তুলতে গেলে পোস্ট অফিস থেকে জানিয়ে দেওয়া হয় তাঁদের অ্যাকাউন্টে আদপেই কোনো টাকা জমা হয়নি ।
জানা গেছে,এরপরেই উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে এনিয়ে অভিযোগ দায়ের করেন রীনাদেবী । অভিযোগ পাওয়ার পর বিভাগীয় তদন্ত শুরু হয় । শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পরিমল ঘোষালের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে সংশ্লিষ্ট থানায় এফআইআর দায়ের করে ডাকঘর কর্তৃপক্ষ । অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার কলকাতা থেকে গ্রেফতার করা হয় পরিমল ঘোষালকে । বৃহস্পতিবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ ।।