এইদিন ওয়েবডেস্ক,ম্যাঙ্গালুরু,২৫ ডিসেম্বর : কর্ণাটকের (Karnataka) ম্যাঙ্গালুরুর (Mangaluru) সুরাটকাল থানার অধীনে কৃষ্ণপুরের এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ম্যাঙ্গালোর পুলিশ কমিশনারেটের অধীনে ৪ টি থানায় ১৪৪ ধারা জারি করা হয়েছে । সুরতকল, কাভুর এবং পানম্বুর এই তিন থানায় ১৪৪ ধারা লাগু করার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার এন শশীকুমার বাজাপে ।
তাঁর নির্দেশ অনুযায়ী, রবিবার সকাল ৬টা থেকে ২৭ তারিখ সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। ওই চার থানার অধীনে শিল্প, বাণিজ্যিক কমপ্লেক্স ও অফিসের কাজের স্থান সময় সন্ধ্যা ৬টা করা হয়েছে । এছাড়া নৈশ শিফটে কর্মরত কর্মীরা যেন অপ্রয়োজনে রাস্তায় ঘোরাফেরা না করেন সে বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন নগর পুলিশ কমিশনার । পাশাপাশি রবিবার সকাল ১০ টা থেকে ২৭ তারিখ সকাল ১০ টা পর্যন্ত এই ৪ থানা এলাকায় মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে ।
জানা গেছে,শনিবার রাতে দুই মুখোশধারী কৃষ্ণপুরে জলিল নামে এক ব্যবসায়ীর দোকানে ঢুকে তাকে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায় । আশপাশের দোকানদার ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে জলিলকে মুক্কার শ্রীনিবাস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । তবে তার আগেই মৃত্যু হয় তাঁর ।।