এইদিন ওয়েবডেস্ক,কলম্বো,০৯ জুলাই : প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের (Gotabaya Rajapaksa) পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভের আশঙ্কায় শুক্রবার রাত ৯ টা থেকে শ্রীলঙ্কার পশ্চিম প্রদেশের নেগোম্বো, কেলানিয়া, নুগেগোদা, মাউন্ট লাভিনিয়া, কলম্বো উত্তর, কলম্বো দক্ষিণ এবং কলম্বো সেন্ট্রাল পুলিশ বিভাগে কারফিউ জারি করা হয়েছে । কারফিউ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ প্রশাসন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ ট্রেনে চড়ে কলম্বোতে এসে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করে ।
আকাশছোঁয়া মূল্যস্ফীতির মধ্যে জ্বালানির অভাবে মানুষের ক্ষোভ চরম আকার ধারন করেছে । পেট্রোল পাম্প ও গ্যাসের দোকানগুলির সামনে সাধারণ মানুষের সঙ্গে পুলিশ বাহিনী এবং সশস্ত্র বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। শ্রীলঙ্কার জনগণকে জ্বালানি পেতে কয়েক ঘণ্টা বা কখনও কয়েকদিন পর্যন্ত লাইনে দাঁড়াতে হচ্ছে । ফলে মানুষ ক্ষিপ্ত হয়ে উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। এদিকে তেল সরবরাহের অভাবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল ও সরকারি অফিস বন্ধ রাখতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা প্রশাসন ।
প্রসঙ্গত,স্বাধীনতার পর এতবড় অর্থনৈতিক সংকটের মুখে পড়েনি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা । উদ্ভুত এই সংকটের কারনে অসংখ্য পরিবার ক্ষুধা ও দারিদ্রের চরম সীমায় পৌঁছে গেছে । পরিস্থিতি এতটাই ঘোরালো যে,শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাঙ্ক মূদ্রাস্ফীতি রোধে মূল সুদের হার ১৪.৫০ শতাংশ এবং ১৫.৫০ শতাংশে উন্নীত করে দেওয়া হয়েছে । একথা জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর নন্দলাল বীরাসিংঘে ।।