এইদিন ওয়েবডেস্ক,লাহোর,১৮ ফেব্রুয়ারী : লাহোরে পুলিশের হেডকোয়ার্টারে হামলার পর তেহরিক-ই- তালেবান পাকিস্তানের (টিটিপি) ৮ জন যোদ্ধাকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) । ধৃতদের মধ্যে রয়েছে মাসুদ, সুবহান, সাজিদ আলী, আজিজ আলী, শহীদ ইজাজ এবং শরাফত আলী । ধৃতদের কাছ থেকে আত্মঘাতী জ্যাকেট, বিস্ফোরক, অস্ত্র ও গোলাবারুদ ও পিস্তলও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সিটিডি । শনিবার লাহোরের সিডিসি মুলতান সারগোধা এবং অন্যান্য এলাকায় অভিযান পরিচালনা করে । এখনো ৩৬ জন সন্দেহভাজনদের তদন্ত করা হচ্ছে বলে খবর ।
গত সপ্তাহে ৪৮৩ জায়গায় চিরুনি তল্লাশি চালিয়ে ১২৭ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয় । এর আগে পাকিস্থানের পাঞ্জাবের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট দাবি করেছিল,তারা মিয়ানওয়ালি জেলার কালাবাগ টাউনে আইনশৃঙ্খলা বাহিনীর উপর জঙ্গিদের আক্রমণ প্রতিহত করেছে এবং নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) একজন কমান্ডারকে হত্যা করেছে । সিটিডির বিবৃতি দিয়ে জানায়, টিটিপির জঙ্গিরা মিয়ানওয়ালি জেলার কালাবাগ টাউনে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায় । জঙ্গিরা নিরাপত্তা কর্মীদের উপর নির্বিচারে গুলি চালাতা থাকে । পালটা গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ।।