এইদিন ওয়েবডেস্ক,জম্মু ও কাশ্মীর,০৫ এপ্রিল : সোমবার জম্মু ও কাশ্মীরে পরপর ৩ জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ান । আহত কাশ্মীরি পণ্ডিতসহ ৩ জন । প্রথম হামলাটি ঘটে শ্রীনগরের লাল চকের মাইসুমায়া এলাকায় । নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা । গুলি লেগে গুরুতর আহত হন হেড কনস্টেবল বিশাল কুমার ও আরও এক সিআরপিএফ জওয়ান । তাঁদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিশাল কুমারের । অপরজন হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর অবস্থাও গুরুতর বলে জানা গেছে ।
একই দিনে শোপিয়ান জেলার চৌটিগামের (Choutigam) বাসিন্দা বাল কৃষ্ণ ওরফে সোনু(৩৫) নামে এক কাশ্মীরি পণ্ডিতকে খুব কাছ থেকে গুলি করে পালায় সন্ত্রাসবাদীরা । সোমবার সন্ধ্যা ৮ টা নাগাদ তিনি বাড়ির কাছেই দাঁড়িয়ে ছিলেন । সেই সময় তাঁকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় জঙ্গিরা । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন । যৌথ বাহিনী গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চালাচ্ছে । এছাড়া ওইদিন পুলওয়ামাতে(Pulwama) বিহারের বাসিন্দা দুই পরিযায়ী শ্রমিককেও নিশানা করেছে সন্ত্রাসবাদীরা । আহতদের নাম পাতলাশ্বর কুমার এবং জোকো চৌধুরী । তাঁরা দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন ।
পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনা গত ২৪ ঘন্টায় এনিয়ে দ্বিতীয় বার ঘটল । এর আগে রবিবার রাত্রি ৮.১০ নাগাদ পাঠানকোটের নওপোরা লিটার (Nowpora Litter) এলাকায় ধীরাজ দত্ত এবং সুরিন্দর সিং নামে দুই পরিযায়ী শ্রমিকের উপর গুলি চালিয়েছিল সন্ত্রাসবাদীরা । এদিকে রবিবার সন্ধ্যায় পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর অত্যাধুনিক অস্ত্রসস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী । তার মধ্যে বেশ কিছু একে-৪৭ রাইফেল ও চাইনিজ পিস্তল রয়েছে ।।