এইদিন স্পোর্টস নিউজ,২০ আগস্ট : আগামী মাসের শুরুর দিকের দিকে উয়েফা নেশনস লিগের নতুন আসরের যাত্রা শুরু হবে। আগামী ৫ সেপ্টেম্বর পর্তুগাল এবং ৮ সেপ্টেম্বর পোল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। ম্যাচ দুটি সামনে রেখে আজ রাতে দল ঘোষণা করেছে ক্রোয়াটরা। ঘোষিত দলে রাখা হয়েছে বছর চল্লিশের লুকা মডরিচকে।
২০০৬ সালে কুড়ি বছর বয়সে ক্রোয়েশিয়ার জার্সিতে অভিষেক হয় মডরিচের। দেশের হয়ে এ পর্যন্ত ১৭৮টি ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। আন্তর্জাতিক ফুটবলে দেড় যুগ পেরিয়ে গেলেও অবসরের কথা ভাবছেন না তিনি। ক্রোয়েশিয়ার হয়ে আরও খেলবেন ‘বুড়ো’ মডরিচ।প্রায় দুই মাস আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া। প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পর অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ডমাগোজ ভিদা ও মার্সেলো ব্রোজোভিচ। ওই সময় অনেকে মডরিচের শেষটাও দেখে ফেলেছিলেন। কিন্তু অবসর নিলেন না তিনি। বরং ক্রোয়েশিয়ার নতুন শুরুতেও মডরিচের প্রতি আস্থা রাখছেন প্রধান কোচ জ্লাটকো ডালিচ। অভিজ্ঞ শিষ্যকে দলে রাখতে পেরে খুশি তিনি। ডালিচ বলেছেন, ‘অধিনায়ককে দলে রাখতে পেরেছি। ভালো লাগছে। সে আমাদের দলের অন্যতম শক্তি। সেটি মাঠে এবং মাঠের বাইরে দুই দিকেই।’
উল্লেখ্য, উয়েফা নেশনস লিগে এবারও লিগ ‘এ’তে খেলবে ক্রোয়েশিয়া।
ক্রোয়েশিয়ার প্রথম একাদশ :
গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, ডনিনিক কোতারস্কি, নেডিলজকোচ লাব্রোভিচ।
ডিফেন্ডার: জোস্কো গার্ডিয়ল, ডুজে কালেতা-কার, বোর্না সোসা, জোসিপ স্ট্যানিসিচ, জোসিপ সুটালো, মারিন পনগ্রাচিচ, মার্টিন আরলিচ।
মিডফিল্ডার: লুকা মডরিচ (অধিনায়ক), মাতেও কোভাসিচ, মারিও প্যালাসিচ, লভরো মাজের, লুকা ইভানুসেক, লুকা সুচিচ, ক্রিস্টিজান জ্যাকিচ, মার্টিন বাতুরিনা, পিটার সুচিচ।
ফরওয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রেজ ক্রামারিচ, ব্রুনো পেতকোভিচ, অ্যান্তে বুডিমির, ইগর মাতানোভিচ।।