এইদিন স্পোর্টস নিউজ,২৮ নভেম্বর : ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি তার দুর্দান্ত খেলা এবং গোল করার শৈলীর কারণে লাইমলাইটে থাকেন । অবশ্য মাঝে মাঝে ভিন্ন আচরণের কারণেও লাইমলাইটে আসতে দেখা যায় তাঁকে ।সোমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে এমন ভিন্ন আচরণের কারণে আলোচিত হচ্ছেন আল নাসরের অধিনায়কও রোনালদো ।
এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে ইরানের ক্লাব পার্সেপোলিসের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে রোনালদোর দল আল নাসের। ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় মিনিটে। বল পায়ে আক্রমণে উঠে ডি বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে পড়ে যান রোনালদো। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। তবে হাতের ইশারায় প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে রোনালদোও ফাউল বিবেচনা করতে নিষেধ করেন। রোনালদোর অনুরোধের পর চীনের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) মা নিং মনিটরে দেখে পেনাল্টি বাতিল করেন ।
ম্যাচের শুরুতে রোনালদো উদারতা দেখালেও খানিক বাদেই আল নাসরকে বেকায়দায় পড়তে হয়। ডিফেন্ডার আলি লাজিমি ১৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময় রোনালদোদের একজন কম নিয়ে খেলতে হয়। এ কারণে নিজেরা গোল করার চেয়ে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেই বেশি মনোযোগ দিতে দেখা যায় আল নাসকে।
শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে খেলা শেষ হয়। কিন্তু আগের পয়েন্টের ওপর ভিত্তি করেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠেছে আল নাসর। যদিও পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে পৌঁছে যায় রিয়াদের ক্লাব আল নাসর ।।