এইদিন ওয়েবডেস্ক,লখনউ,২৬ এপ্রিল : উত্তরপ্রদেশে অপরাধীরা মাথা উঁচু করে ঘুরে বেড়াত কিন্তু এখন তারা তাদের গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে নিজের জীবনের জন্য ভিক্ষা করে । মঙ্গলবার উন্নাও এবং রায়বেরেলিতে পুরসভার নির্বাচনী প্রচারে ভাষণ দেওয়ার সময় এই কথা বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তিনি বলেন,’বিজেপির একটাই লক্ষ্য- আমাদের জেলা, আমাদের রাজ্য যেন ‘মাফিয়া’ মুক্ত হয় ।
তিনি বলেন,’অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্সের কারণে মাফিয়ারা স্বাভাবিক জীবনযাপন এবং সৎ উপায়ে জীবিকা অর্জনের জন্য করুণা ভিক্ষা করছে এখন ।’ তিনি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে (এসপি) নিশানা করে বলেন, ‘একটি নির্দিষ্ট দলের সাথে যুক্ত লোকেরা তখন দেশী পিস্তলকে ব্রান্ডিং করেছিল,কিন্তু এখন যুবকরা স্মার্টফোন এবং ট্যাবলেটে কাজ করছে ।’ তিনি রাজ্যের এক কোটি স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রদের সরকারিভাবে বিনামূল্যে ট্যাবলেট এবং স্মার্টফোন বিতরণ করার বিষয়টিও উল্লেখ করেন ।
উন্নাওতে অন্য একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে আদিত্যনাথ বলেন,’২০১৭ সালের আগে ব্যবসায়ীদের শোষণ করা হতো এবং চাঁদাবাজি করা হতো । কিন্তু আজ তারা প্রধানমন্ত্রী স্বানিধি প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন । ২০১৭ সালের আগে দুর্বৃত্তদের আতঙ্ক ছিল, আজ শহরগুলি নিরাপদ করা হচ্ছে। আগে আবর্জনার স্তূপ ছিল কিন্তু শহরগুলো আজ স্মার্ট হয়ে উঠছে । এখন উত্তরপ্রদেশে মাফিয়া, অপরাধী, অপরাধ, দুর্নীতি ও দুর্নীতিবাজদের কোনো স্থান নেই ।’
তিনি বলেন,’এটি নতুন উত্তরপ্রদেশ। যোগ্যতা অনুযায়ী সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। আমরা উত্তরপ্রদেশের প্রতিটি নাগরিককে আমাদের পরিবারের সদস্য বলে মনে করি, তাই কেউ দাবি করতে পারে না যে সেখানে বর্ণ বা ধর্মীয় বৈষম্য করা হয়েছে । কোনও চাঁদাবাজি বা মুক্তিপণের জন্য অপহরণ নয়, উত্তরপ্রদেশ আর কারো জামাত নয় ।’
আদিত্যনাথ বলেন, ভারত গত নয় বছরে পরিবর্তিত হয়েছে এবং সেই রূপান্তর বিশ্বের জন্য আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে । ভারতের ১৪০ কোটি মানুষের স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কোনো বৈষম্য ছাড়াই পূরণ হচ্ছে। একইভাবে, উত্তরপ্রদেশকে আগে যে নজরে দেখা হত, বিগত ৬ বছরে তার আমূল পরিবর্তন হয়েছে ।’ উল্লেখ্য, আগামী ৪ ও ১১ মে দুই পর্বে উন্নাও এবং রায়বেরেলির নির্বাচন হতে চলেছে ।।