এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ নভেম্বর : খাস কলকাতায় ৫ আগ্নেয়াস্ত্র ও প্রচুর কার্তুজসহ ঝাড়খণ্ডের বাসিন্দা এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স(এসটিএফ) । ধৃতকে মহম্মদ ইসমাইল নামে চিহ্নিত করেছে পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে সুরেন্দ্রনাথ কলেজের উলটোদিকে বৈঠকখানা রোডে একটা ঘরে হানা দিয়ে ২টি ৭ এমএম পিস্তল, ৩টি সিঙ্গেল শাটার এবং ৯০ রাউন্ড কার্তুজসহ তাকে হাতেনাতে ধরে ফেলে এসটিএফ ।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে মহম্মদ ইসমাইল শিয়ালদহের রাজাবাজারে ঘর ভাড়া নিয়ে থাকছিল । বিহারের মুঙ্গেরের এক বেআইনি অস্ত্র কারবারীর সঙ্গে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কেনার চুক্তি করেছিল সে । চুক্তি অনুযায়ী সে বৈঠকখানা রোডে ইসমাইলের কাছে এসে ওই অস্ত্র ও কার্তুজ হস্তান্তর করে । কিন্তু এসটিএফ-এর অভিযানের আগেই চম্পট দেয় মুঙ্গেরের ওই দুষ্কৃতী । পুলিশ তার সন্ধান শুরু করেছে । পুলিশের সন্দেহ যে মহম্মদ ইসমাইলের হাত ঘুরে ওই সমস্ত অস্ত্র ও কার্তুজ রাজ্যের বিভিন্ন প্রান্তের দুষ্কৃতীদের হাতে পৌঁছে যেত । ধৃতকে জেরা করে এই অস্ত্রপাচার চক্রের জাল কতদুর বিস্তৃত তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।