এইদিন ওয়েবডেস্ক,পাকিস্তান,০৬ এপ্রিল : ক্রিকেটের ব্যাটবল ছেড়ে এবারে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তুলে নিয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা । পাকিস্তানি ক্রিকেটারদের সামরিক প্রশিক্ষণ দিতে শুরু করেছে সেদেশের সেনাবাহিনী । সেই প্রশিক্ষণের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ভিডিওতে দেখা গেছে কোন কোন ক্রিকেটার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে নিশানা সাধছেন । কয়েকজন ক্রিকেটারকে দেখা গেছে পাথরেরখণ্ড মাথার উপর তুলে দৌড়াচ্ছেন । এদিকে পাকিস্তানে ক্রিকেটারদের সামরিক প্রশিক্ষণ নিয়ে নেটিজেনরা বিভিন্ন বিদ্রুপাত্মক মন্তব্য করতে শুরু করে দিয়েছেন । কেউ কেউ রসিকতা করে লিখেছেন,’পাকিস্তান ক্রিকেট দল ক্রিকেটের জন্য প্রস্তুতি নিচ্ছে না নীরবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ?’
ভাইরাল হওয়া ভিডিওতে পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ, মোহাম্মদ রিজওয়ান, ইফতেখার আহমেদকে সেনা জওয়ানদের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়। তাকে স্নাইপার শুটিং করতে, বড় বড় পাথর তুলতে এবং লাফ দিতে দেখা যায়। অনেকে বলছেন, এটা করা হলে খেলোয়াড়রা ইনজুরিতে পড়তে পারে এবং তাদের ক্রিকেট ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। পাহাড়ে ওঠার সময় পিছলে গিয়ে আঘাত পেতে পারে। আম্পায়ার রিচার্ড কেটলবোরো বলেছেন, পাকিস্তান দল কী প্রস্তুতি নিচ্ছে? এই ধরনের প্রশিক্ষণ খেলোয়াড়দের আঘাতের কারণ হতে পারে। এই লোকেরা মন্তব্য করছে যে তারা কি করছে আল্লাহ জানেন।’
পাকিস্তান ক্রিকেট দল বর্তমানে অ্যাবোটাবাদের আর্মি স্কুলে প্রশিক্ষণ নিচ্ছে । বলা হচ্ছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে দলটি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি মহসিন নকভি বলেছেন, খেলোয়াড়রা শক্তিশালী শট মারার ক্ষমতার বড় উন্নতি চায়। সে কারণে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে, পাকিস্তান দল নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে।।