শ্যামসুন্দর ঘোষ,ভাতার ও পূর্বস্থলী(পূর্ব বর্ধমান), ০৬ ডিসেম্বর : ১৯৯২ সালের ৬ ডিসেম্বর দিনেই বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় । তারপর থেকে বিশেষ এই দিনটিতে মন্দিরে মন্দিরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ‘শৌর্য দিবস’ পালনের কথা ঘোষণা করেছিল বিশ্ব হিন্দু পরিষদ । ঘোষণা মত আজও সেই রীতি চলে আসছে দেশ জুড়ে ৷ তবে আজ মঙ্গলবার ৬ ই ডিসেম্বর দিনটিতে পূর্ব বর্ধমান জেলার দুই ব্লকে দেখা গেল দুই ভিন্ন চিত্র । ভাতার ব্লকের ভাতার বাজারে সিপিএমের শাখা সংগঠন ডিওয়াইএফআই বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে মশাল মিছিল করলো ভাতার বাজারে । অন্যদিকে তখন পূর্ব বর্ধমানের আরও একটি ব্লক পূর্বস্থলী-১ জুড়ে মহা সমারোহে ভগবান শ্রী রামচন্দ্রের বিশেষ পুজোর আয়োজন করা হল ।
এদিন সন্ধ্যায় ভাতার বাজারে সিপিএমের ব্লক কার্যালয় থেকে ডিওয়াইএফআই-এর মিছিলটি শুরু হয় । তারপর ভাতার বাজার পরিক্রমা করে ভাতার বাজারের মহাপ্রভু তলার কাছাকাছি এসে মিছিল শেষ হয় । সিপিএমের কর্মী সমর্থকদের মশাল হাতে মিছিলে হাঁটতে দেখা গেছে । তাঁরা বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে শ্লোগানও দেন । অন্যদিকে শৌর্য দিবস উপলক্ষে পূর্বস্থলী-১ ব্লকের
নসরতপুর গ্রাম পঞ্চায়েতের সমুদ্রগড় ষ্টেশনরোডে বিজেপির মন্ডল কার্যালয়ে মহাসমারোহে ভগবান শ্রী রামচন্দ্রের বিশেষ পুজোর আয়োজন করা হল । দুপুরের দিকে বিজেপির মহিলা কর্মীরা এই পুজোর আয়োজন করেন । বিকেল থেকে রাত ৯ টা পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয় । প্রায় ৩ হাজার মানুষের ভোগের ব্যবস্থা করা হয়েছিল বলে জানিয়েছেন উদ্যোক্তারা । পাশাপাশি সন্ধ্যে থেকে শুরু হয় ধর্মীয় অনুষ্ঠান ।
সমুদ্রগড় ষ্টেশনরোড ছাড়াও এসটিকেকে রোডের পূর্বস্থলীর নাদনঘাট মোড় সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয়েও ভগবান শ্রী রামচন্দ্রের পুজোর আয়োজন করা হয় এদিন । এছাড়াও শ্রীরামপুর বিডিও অফিসের কাছে বিজেপির কার্যালয়েও রামচন্দ্রের পুজো করা হয়েছে। পাশাপাশি পূর্বস্থলী-১ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার গৃহস্থ বাড়িতেও এই পুজো করা হয়েছে বলে জানা গেছে । এদিন শৌর্য দিবস উপলক্ষে পূর্বস্থলীর রামভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় ।।